বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে মহারাসলীলা



 

 

কমলকুঁড়ি রিপোর্ট

“দুটি পাতা একটি কুঁড়ির দেশ” বৃহত্তর সিলেটের ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক প্রান্তিক জনগোষ্ঠীর অন্যতম বিশ্বনন্দিত সাংস্কৃতিক ধারক মণিপুরী সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব “মহারাসলীলা” ৪ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হবে। এবারে মনিপুরী মহারাসলীলা উৎসব ১৭৫তম। ১৭৫ তম বর্ষপুর্তিতে তিনদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
২ নভেম্বর বৃহষ্পতিবার মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ১০টায় আনন্দ র‌্যালী মধ্য দিয়ে তিন দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন জেলা প্রশাসক তোফায়েল ইসলাম ও বিকালে কমলগঞ্জের মাধবপুর শিববাজারে উন্মুক্ত মঞ্চে হোলি উৎসব অনুষ্টিত হচ্ছে।

rashlila rakal-1 মুল অনুষ্ঠান মহারাসলীলা ৪ নভেম্বর শনিবার অনুষ্টিত হবে। এ উৎসবকে কেন্দ্র করে মণিপুরী সম্প্রদায়ের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। অপর দিকে আদমপুর ইউনিয়নের তেতইগাঁও সানাঠাকুর মন্ডপ প্রাঙ্গনে মণিপুরী মৈ-তৈ সম্প্রদায়ের আয়োজনে এবার ৩২ তম রাসোৎসব পালিত হবে। উৎসব উপলক্ষ্যে উভয় স্থানে বসবে বিরাট মেলা। নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।