বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে প্রবীন রাজনীতিবিদ, চা শ্রমিক নেতা, ভাষা সৈনিক মফিজ আলীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত



Pic-011
কমলকুঁড়ি রিপোর্ট
প্রবীন রাজনীতিবিদ, প্রখ্যাত চা শ্রমিক নেতা, ভাষা সৈনিক, শিক্ষাবিদ, লেখক-সাংবাদিক কমডের মফিজ আলীর ৯ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টায় কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের ধূপাটিলাস্থ প্রয়াতের কবরস্থানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মোঃ নূরুল মোহাইমীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজত বিশ্বাস এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি কবি আব্দুস শহীদ সাগ্নিক। বিশেষ অতিথি ছিলেন কৃষক সংগ্রাম সমিতির আহ্বায়ক ডা. অবনী শর্ম্মা, রাজনীতিবিদ ও সাংবাদিক আব্দুল হান্নান চিনু, রেজাউল করিম, ধ্র“বতারা সাংস্কৃতিক সংসদ এর সাধরণ সম্পাদক অমলেশ শর্ম্মা, ইউপি সদস্য নারায়ন মল্লিক সাগর। সভায় আলোচনায় অংশ নেন জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মোস্তফা কামাল, রিক্সা শ্রমিক ইউনিয়নের সোহেল আহমদ, চা শ্রমিক সংঘের নেতা দিবা শুক্ল বৈদ্য, কৃষক নেতা রমজান আলী, আশরাফুর রহমান উজ্জ্বল, নূর মোহাম্মদ তারাকী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, প্রবীন রাজনৈতিক নেতার আদর্শকে ধারণ করে শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের সমাজ প্রতিষ্ঠার লড়াইকে এগিয়ে নিয়ে যেতে হবে। সভায় সিলেটে রাবার শ্রমিক নেতা সুজনকে নির্যাতন ও মিথ্যা মামলায় গ্রেফতার ও ঢাকায় ট্রেড ইউনিয়ন সংঘ ও নৌযান শ্রমিক ফেডারেশন এর অফিসে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সবশেষে পারিবারিক উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত।