শনিবার, ২০ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে জুবেদা খাতুন ফাউন্ডেশন ট্রাষ্ট কর্তৃক শারদীয় দূর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মালম্বী ৭৩ জনকে ১লক্ষ ২ হাজার ২শ’ টাকা নগদ অর্থ বিতরণ



1
 
কমলকুঁড়ি রিপোর্ট
মৌলভীবাজারের কমলগঞ্জে জুবেদা খাতুন ফাউন্ডেশন ট্রাষ্টের আয়োজনে ট্রাষ্টের চেয়ারম্যান, প্রবাসী কমলগঞ্জ সমিতির সভাপতি ফারুক আহমেদ এর বিশেষ উদ্যোগে তাঁর পারিবারিক বন্ধু ডাঃ প্রতিভা চক্রবর্তী, শ্রীমতি শাশ্বতী বাসু, শ্রীমতি বুলা মিত্রা ও মি. ভাস্কর প্যাটেল এর আর্থিক সহযোগিতায় শারদীয় দূর্গোৎসব উপলক্ষে দরিদ্রদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

2
উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপস্থ উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি’র বাসভবনে শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল নান্টু এর সভাপতিত্বে ও কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি, বিশিষ্ট সমাজসেবক এম, মোসাদ্দেক আহমেদ মানিক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১নং রহিমপুর ইউপি (স্বর্ণপদকপ্রাপ্ত) চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, গেষ্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন জুবেদা খাতুন ফাউন্ডেশন ট্রাষ্ট বাংলাদেশ এর প্রধান সমন্বয়কারী মোঃ ইমতিয়াজ আহমেদ বুলবুল।

3

21752164_1797665443595853_714044460982416246_nঅন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ শামসুদ আহমদ, অবঃ প্রধান শিক্ষক হরিপদ দেবনাথ, রহিমপুর ইউনিয়ন আওয়ামীলীগ সহসভাপতি মোস্তাক আহমেদ খোকন, সাধারণ সম্পাদক দিপক কান্তি রায়. ইউপি সদস্য মাইদুল ইসলাম কাবুল, সমাজসেবক ফেরদৌস আহমদ প্রমুখ।
সনাতন ধর্মীয় পুরোহিত খোকা গোস্বামী জুবেদা খাতুন ফাউন্ডেশন টাষ্ট্রের অনুদানদাতার মঙ্গল কামনা করে ঈশ্বরের কাছে বিশেষ প্রার্থনা করেন।
অনুষ্ঠানে ৭৩ জন দরিদ্রদের মধ্যে নগদ ১৪শ’ টাকা করে মোট ১ লক্ষ ২ হাজার ২০০ টাকা বিতরণ করা হয়।

4
অনুদানপ্রাপ্তরা শারদীয় দুর্গাপুজা উপলক্ষে এই আর্থিক অনুদান পেয়ে তারা আনন্দিত। তারা জানান, জুবেদা খাতুন ফাউন্ডেশন ট্রাষ্ট এর কর্তৃপক্ষকে ঈশ্বর যেন দীর্ঘায়ু করেন। ভবিষ্যতে আর অনুদানের পরিধি বাড়ানোর দাবী করেন। এভাবে ট্রাষ্টের ধারাবাহিকতা অব্যাহত থাকলে পূজা উপলক্ষে দ্ররিদ্ররা অনেক উপকৃত হবে। শারদীয় দূর্গাপূজার ঠিক আগ মুহুর্তে এ অনুদান পেয়ে ট্রাষ্টের চেয়ারম্যান ও তাঁর পারিবারিক বন্ধুদের আনন্দময়ী মায়ের কাছে আশির্বাদ কামনা করেন। তারা বলেন, প্রবাসের থেকেও বাংলাদেশের অসহায় মানুষদের সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন এজন্য ঈশ্বরের কাছে প্রার্থনা জানান তাঁরা যেন সবসময় সুস্থ থাকেন ও দীর্ঘায়ু হন।21617878_1797665180262546_7499696580565323286_n

উল্লেখ্য, আর্তমানবতার কল্যাণে সব সময় জুবেদা খাতুন ফাউন্ডেশন ট্রাষ্ট নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। প্রতি বছর দূর্গোৎসব উপলক্ষে আর্থিক অনুদান, ঈদ উপলক্ষে খাদ্য সহায়তা প্রদান, শীতবস্ত্র বিতরণ, গরীব মেধাবী শিক্ষার্থীকে সহায়তাসহ বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছে।