শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

লিখিতভাবে জলবায়ু চুক্তি ত্যাগে যুক্তরাষ্ট্র, জাতিসংঘে ট্রাম্প প্রশাসনের চিঠি



 বিশ্ববিচিত্রা ডেস্ক :

10

জাতিসংঘে চিঠি পাঠিয়ে প্যারিসের জলবায়ু অঙ্গীকার ত্যাগের প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। চলতি বছরের জুন মাসে হোয়াইট হাউজে দেওয়া এক ঘোষণায় প্রেসিডেন্ট ট্রাম্প প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। ২ মাসের মধ্যে তার প্রশাসন এবার চিঠি দিয়ে জাতিসংঘকে চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি জানিয়ে দেওয়ার মাধ্যমে এ সংক্রান্ত পদক্ষেপ নিতে শুরু করলো। চুক্তি থেকে সমর্থন প্রত্যাহারে জাতিসংঘে চিঠি দেওয়ার কথা জানিয়ে ৪ আগস্ট (শুক্রবার) পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র একটি ভারসাম্যপূর্ণ জলবায়ু নীতি চায় যার মধ্য দিয়ে কার্বন নির্গমন কমানোর পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হবে।  বিবৃতির বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সি‌এনএন জানিয়েছে, উদ্ভাবন আর প্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়ে জীবাশ্ব জ্বালানি থেকে নিঃসরিত হওয়া কার্বনের পরিমাণ কমানোর কথা জানায় ট্রাম্প প্রশাসন। বিভিন্ন দেশকে ক্ষতি কমিয়ে জীবাশ্ব জ্বালানি ব্যবহারে উদ্বুদ্ধ করার পরিকল্পনাও জানিয়েছে ট্রাম্প প্রশাসন। সংবাদ বিবৃতিতে শুক্রবার জাতিসংঘে দেওয়া চিঠিকে ‘লিখিতভাবে চুক্তি থেকে বের হয়ে আসা’ হিসেবে ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এই ঘোষণাকে ‘প্রতীকী’ হিসেবেই দেখা হচ্ছে। কারণ, ২০১৯ সালের ৪ নভেম্বরের আগে প্যারিস চুক্তি থেকে কারও বেরিয়ে যাওয়ার সুযোগ নেই। আর বেরিয়ে যাবার প্রক্রিয়া সম্পন্ন হতে তারপর আরও এক বছর সময় লেগে যাবে। তাই ২০২০ সালে যখন এটি কার্যকর হবে তখন মার্কিন যুক্তরাষ্ট্রে আরেকটি প্রেসিডেন্ট নির্বাচন হয়ে যাবে। তখনকার নির্বাচিত প্রেসিডেন্ট চাইলেই এই চুক্তিতে ফিরে আসতে পারবেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানাচ্ছে, তারা সব নিয়ম মেনেই এই চুক্তি থেকে বের হবে। ফলে আসছে দিনগুলোতে এই চুক্তির যেসব বৈঠক অনুষ্ঠিত হবে, সেগুলোতেও তারা নিয়ম মেনে যোগ দেবে বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত, ২০১৫ সালে প্যারিসের ‘কপ-২১’ জলবায়ু চুক্তিতে যুক্তরাষ্ট্রসহ ১৮৭টি দেশ মিলে বৈশ্বিক উষ্ণায়নের মাত্রা তারা ২ ডিগ্রি সেলসিয়াসের কম রাখার অঙ্গীকার করেছিল। ট্রাম্পের ভাষায়, এই চুক্তি ছিল যুক্তরাষ্ট্রের জন্য ‘শাস্তি’, যার কারণে লাখো মার্কিনি চাকরি হারিয়েছে।