শনিবার, ২০ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে মুক্তিযোদ্ধা পদ্মাসেন সিনহা স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত



কমলকুঁড়ি রিপোর্ট

010
বাংলাদেশ মনিপুরী সমাজকল্যান সমিতির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও আদিবাসী নেতা প্রয়াত প্রকৌশলী পদ্মাসেন সিনহা স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের আয়োজনে মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর মণিপুরী ললিতকলা একাডেমীতে রোববার (১৩ আগষ্ট) দুপুর ১২ টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, প্রত্যন্ত অঞ্চল কমলগঞ্জের সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নে শিক্ষা সম্প্রসারণে পদ্মসেন সিনহার অবদান কোনদিন ভোলার নয়। মহান মুক্তিযুদ্ধেও একজন প্রকৌশলী হিসাবে রনাঙ্গনের ম্যাপ অংকনে তার ভূমিকা উল্লেখযোগ্য। পদ্মাসেন সিনহাকে হারানোর ক্ষতি অপূরণীয়। সমাজ, জাতি ও দেশের উন্নয়নের তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। সভায় বক্তারা পদ্মাসেন সিনহার কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের কো-চেয়ারপার্সন বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিনহার সভাপতিত্বে ও মহাসচিব ফিলা পত্মীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন ইসলামপুর পদ্মা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামা কান্ত সিংহ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের চেয়ারপার্সন পিডিশন প্রধান সুচিয়াং, কো-চেয়ারপার্সন জিডিশন প্রধান সুচিয়াং, বাংলাদেশ মণিপুরী সমাজ কল্যাণ সমিতির সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ, সাধারণ সম্পাদক কমলা বাবু সিংহ, বাংলাদেশ মণিপুরী আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সমরজিৎ সিংহ, বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুজিত সিংহ, মুক্তিযোদ্ধা বীরেশ্বর সিংহ, চা শ্রমিক নেতা সঞ্জয় নুনিয়া, পাঙাল মণিপুরী ( মুসলিম মণিপুরী) নেতা হামিদুর রহমান, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, খাসি (খাসিয়া) সোশ্যাল কাউন্সিলর সদস্য সাজু মারছিয়াং, কমলগঞ্জ প্রেসক্লাব সম্পাদক শাহীন আহমদ, মনিপুরী যুব কল্যাণ সমিতির সভাপতি নিখিল কুমার সিংহ, মনিপুরী ললিতকলা একাডেমির গবেষনা কর্মকর্তা প্রভাস সিংহ, যুবনেতা নির্মল সিংহ পলাশ, পিএমপি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বশির উদ্দিন, চা শ্রমিক নেতা সঞ্জয় চৌহান প্রমুখ।