শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে : কমলগঞ্জে জুবেদা খাতুন ফাউন্ডেশন ট্রাষ্ট কর্তৃক গরীব দুঃস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ



4
কমলকুঁড়ি রিপোর্ট
মৌলভীবাজারের কমলগঞ্জে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জুবেদা খাতুন ফাউন্ডেশন ট্রাষ্ট এর চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী ফারুক আহমেদ, তাঁর পরিবারের সদস্যবৃন্দ ও পারিবারিক বন্ধুদের পক্ষে যাকাত আদায় উপলক্ষে প্রতিবছরের ন্যায় গরীব দুঃস্থদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

7

শনিবার (২৪ জুন) দুপুরে উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর ঈদগাহ মাঠে জুবেদা খাতুন ফাউন্ডেশন ট্রাষ্টের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি।

5
ট্রাষ্টের প্রধান সমন্বয়কারী মোঃ ইমতিয়াজ আহমেদ বুলবুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, ট্রাষ্টের ট্রাষ্টি এম মোস্তাক আহমেদ, কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন, ১নং রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমেদ বাবু, বিশিষ্ট সমাজসেবক মো. শামসুদ্দিন আহমেদ।

6

যুবনেতা আবুল বশর জিল্লুলেল পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, পৌর কাউন্সিল মোঃ আনোয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা আশিদ আলী প্রমুখ।

10
অনুষ্ঠানে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার ২৫০ জনকে ৮শ’ টাকা করে মোট ২ লক্ষ টাকা নগদ অর্থ বিতরণ করা হয়।
ঈদ উপলক্ষে অনুদানপ্রাপ্তরা আর্থিক অনুদান পেয়ে তারা আনন্দিত। এজন্য জুবেদা খাতুন ফাউন্ডেশন ট্রাষ্টের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে জুবেদা খাতুন ফাউন্ডেশন ট্রাষ্ট এর চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী ফারুক আহমেদ এর পারিবারিক সদস্য যুক্তরাষ্ট্র প্রবাসী ডাঃ নাইওর উদ্দিন আহমেদ, লায়লা ফৌজিয়া আহমেদ (সফি) ও যুক্তরাজ্য প্রবাসী সৈয়দা আনজুম রহমান এর অসুস্থতার জন্য দোয়া কামনা করা হয়।
উল্লেখ্য, জুবেদা খাতুন ফাউন্ডেশন ট্রাষ্ট প্রতি বছর ঈদ, শারদীয় দূর্গোৎসব, অসহায় দরিদ্রদের সাহায্য, গরীব মেধাবী শিক্ষার্থীদের সহায়তাসহ বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছে। অর্থ-মানবতার সেবায় সব সময় জুবেদা খাতুন ফাউন্ডেশন ট্রাষ্ট নিরলসভাবে কাজ করছে।