মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কুলাউড়া ব্যবসায়ী সমিতির নির্বাচনে ৮২ প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্ধ



Kulaura-22
কুলাউড়া সংবাদদাতা
কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির আসন্ন ১০ মে’র নির্বাচনে বিভিন্ন পদে অংশগ্রহনকারী সভাপতি/সম্পাদকসহ মোট ৮২ জন প্রার্থীর মধ্যে ২২ এপ্রিল শনিবার প্রতিক বরাদ্ধ করা হয়েছে। প্রার্থীদের মধ্যে ৬নং ওয়ার্ড সম্পাদক পদে আব্দুল্লাহ আল মনি ও ৮নং ওয়ার্ড সম্পাদক পদে রাজু আহমদ দুলালসহ ২জন একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
সমিতির কার্যালয়ে নির্বাচন পরিচালনা পরিষদের আহ্বায়ক খন্দকার লুৎফুর রহমান ও সদস্য সচিব সিপার উদ্দিন আহমেদ, সদস্য হাজী মোঃ চেরাগ আলী, এসএম জামান মতিন, অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, এম শাকিল রশীদ চৌধুরী ও হাজী মোঃ বদরুল ইসলাম এর উপস্থিতিতে সভাপতি পদে ২জন বর্তমান সভাপতি বদরুজ্জামান সজল (গরুর গাড়ী) ও আব্দুস শহীদ (চেয়ার) এবং সম্পাদক পদে ২জন কুলাউড়া পৌরসভার কাউন্সিলার ইকবাল আহমদ শামীম (আনারস) ও সাবেক সম্পাদক মইনুল ইসলাম শামীম (আম), সহ-সভাপতি ৮জন বিশ্বজিত দাস (দেয়ালঘড়ি), ফখরুল ইসলাম (দোয়াত কলম), আব্দুল ওয়াহিদ ফুল (কাপ পিরিচ), হাজী রফিক মিয়া ফাতু (প্রজাপতি), হাজী মৌলানা আব্দুল ওয়াহিদ (তালা চাবি), শামছুল ইসলাম খান (মটরসাইকেল), আব্দুন নুর হিরা মিয়া (মোমবাতি) ও মৌলানা কাজী খন্দকার ফখরুল ইসলাম (কলস), সহ-সাধারন সম্পাদক ৬জন আতিকুর রহমান আখই (রিক্সা), আব্দুল মুহিত বাবলু (হাঁস), মাহবুবুল আম্বিয়া (জাবেদ মাহবুব) (টেলিভিশন), শফিক মিয়া আফিয়ান (চাকা), রুমেল আহমদ (বাল্ব) ও আলমাছ পারভেজ তালুকদার (উড়োজাহাজ), কোষাধ্যক্ষ ২জন মোঃ বদরুল ইসলাম (ডাব) ও আব্দুস শাকুর (হরিন), দপ্তর সম্পাদক ৪জন হাফিজ মৌলানা আব্দুস সালাম (চশমা), হারুনুর রশীদ ভুইয়া (হাতি), আব্দুল করিম বাচ্চু (মোবাইল ফোন) ও ডাঃ মোঃ কুতুব উদ্দিন (রেডিও), প্রচার ও প্রকাশনা ২জন মেহেদী হাসান খালিক (গোলাপ ফুল) ও ইসলাম উদ্দিন (মাইক), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ৩জন নাজমুল বারী সোহেল (ফুটবল), মাহফুজুর রহমান শাকিল (ব্যাডমিন্টন) ও আরাফাত হোসেন ফরহাদ (একতারা) এবং ৮ ওয়ার্ডের মধ্যে ১নং ওয়ার্ড সম্পাদক ২জন খন্দকার আব্দুছ ছত্তার লিটন (মটরগাড়ী) ও নজরুল ইসলাম (বাইসাইকেল), সদস্য ৬জন মোঃ আবু সাইদ  টেবিল), ইকবাল হোসেন সুমন (পাখা), রিংকু বর্ধন (সিলিং ফ্যান), ইমন মিয়া (জগ), সুজিত চন্দ্র দাস (কুড়াল), সাইদুল ইসলাম ইমন (কবুতর), ২নং ওয়ার্ড সম্পাদক ৩জন মোঃ শাহজাহান (মটরগাড়ী), আব্দুল মোক্তাদির জাহেদ (বাইসাইকেল) ও জুনেদ আহমদ  মোরগ), সদস্য ৪জন রিয়াজ উদ্দিন রিয়াজ  টেবিল), মারুফ আহমদ জালাল (পাখা), সুবোধ দে (কবুতর), অশোক চন্দ (সিলিং ফ্যান), ৩নং ওয়ার্ড সম্পাদক ৪জন এম হাজির আলী (তলোয়ার), জনি খান (মোরগ), তৈমুছ আলী (বাইসাইকেল), আব্দুল মতলিব (মটরগাড়ী), সদস্য ৫জন কামরুল ইসলাম চৌধুরী (সিলিং ফ্যান), বনিল হোসেন (পাখা), শেখ আছকর আলী টেবিল), কামাল আহমদ (কবুতর), মনির মিয়া (জগ), ৪নং ওয়ার্ড সম্পাদক ২জন মদরিছ আলী (তলোয়ার) ও মোঃ গৌছ মিয়া (বাইসাইকেল), সদস্য ৩জন আব্দুল মতিন (পাখা), হায়দার আলী (সিলিং ফ্যান), আব্দুল মন্নান (টেবিল), ৫নং ওয়ার্ড সম্পাদক ৪জন জাকির হোসেন মুহিত (মোরগ), জহির আহমদ খান (বাইসাইকেল), লুৎফুর রহমান (তলোয়ার), আব্দুল মন্নান (মটরগাড়ী), সদস্য ৫জন ইছরাব আলী (টেবিল), ইমরানুর রহমান ইমন (পাখা), এনামুল হক (কবুতর), জাহাঙ্গীর হোসেন (সিলিং ফ্যান), রিংকু বৈদ্য (জগ), ৬নং ওয়ার্ড সম্পাদক ১জন আব্দুল্লাহ আল মনি (বিনা প্রতিদ্বন্দিতায়), সদস্য ৪জন মোঃ বাচ্চু মিয়া (সিলিং ফ্যান), নজরুল ইসলাম সোনা (টেবিল), কামাল হোসেন (পাখা), জুলহাস মাহমুদ (কবুতর), ৭নং ওয়ার্ড সম্পাদক ২জন শফিকুল ইসলাম জাহেদ (বাইসাইকেল) ও সেলিম উদ্দিন আহমদ  মোরগ), সদস্য ৪জন শাহজাহান কবীর (পাখা), আতিকুর রহমান সুলতান  টেবিল), রুহুল আমিন (সিলিং ফ্যান), হাফিজুর রহমান (কুড়াল), ৮নং ওয়ার্ড সম্পাদক ১জন রাজু আহমদ দুলাল (বিনা প্রতিদ্বন্দিতায়), সদস্য ৩জন এইচডি রুবেল  টেবিল), আব্দুল কাইয়ুম (পাখা) ও আবুল মিয়া (সিলিং ফ্যান)সহ ৮ ওয়ার্ড সম্পাদক পদে মোট ১৭ জন ও সদস্য ১৬ পদে মোট ৩৪ জন প্রার্থীর মধ্যে প্রতিক বিতরন করা হয়। তফশীল অনুযায়ী আগামী  ১০ মে বুধবার কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ২ হাজার ৫ শত ৪৯ জন ভোটার আগামী ৩ বছরের জন্য তাদের প্রতিনিধি নির্বাচিত করবেন।