শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে ব্যক্তিগত সফরে নির্বাচন কমিশনার কবিতা খানম



Pic--Madobpur_Lake--Election_Comissonar_Kobita_Khanom[1]
কমলকুঁড়ি রিপোর্ট
নির্বাচন কমিশনার কবিতা খানম ব্যক্তিগত ও পারিবারীক সফরে কমলগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্রগুলো ঘুরে গেছেন। মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে তিনি কমলগঞ্জ উপজেলা নির্বাচন কমিশনারের কার্যালয় পরিদর্শনে আসলে তাকে স্বাগত জানান কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক ও উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ফরহাদ হোসেন। এ সময় মৌলভীবাজার জেলা নির্বাচন অফিসার মো. মোখলেছুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা মৎস্য অফিসার শাহাদাৎ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে নির্বাচন কমিশনার কবিতা খানম দিনব্যাপী কমলগঞ্জ উপজেলার নয়নাভিরাম মাধবপুর লেক, লাউয়াছড়া জাতীয় উদ্যান ও মাগুরছড়া খাসিয়া পুঞ্জি পরিদর্শন করেন। এ সময় আলাপকালে নির্বাচন কমিশনার কবিতা খানম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন করার জন্য কাজ করছে কমিশন। নবগঠিত নির্বাচন কমিশনের অধীনে সকল নির্বাচন অবাধ, সুষ্ঠু করতে সবধরণের ব্যবস্থা নেওয়া হবে। কমিশন সব ধরনের অনাস্থা, অবিশ্বাস থেকে উত্তরণ ঘটিয়ে নির্বাচনের মাধ্যমে মানুষের আস্থা-বিশ্বাস ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। এ ক্ষেত্রে কারো কোনো ধরণের গাফিলতি বরদাশত করা হবে না। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এরকম নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরো বলেণ, শুধু নির্বাচন কমিশনের একার পক্ষে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। এক্ষেত্রে গণমাধ্যম, সংশ্লিষ্ট প্রার্থীসহ সকল রাজনৈতিক দলেরও সহযোগিতার প্রয়োজন।