বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

সাংবাদিক শিমুল হত্যার বিচারের দাবিতে লন্ডনে মানববন্ধন



2017-02-07--09_52_52

কমলকুঁড়ি ডেস্ক :

লন্ডনে কর্মরত ব্রিটিশ বাংলাদেশি সাংবাদিকদের উদ্যোগে দৈনিক সমকাল প্রতিনিধি আবদুল হাকিম শিমুলসহ সারা দেশে সাংবাদিক হত্যা, মিথ্যা মামলা, নির্যাতন বন্ধ ও বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ এবং মানববন্ধন আয়োজন করা হয়। পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে লন্ডন-বাংলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ নাহাস পাশার সভাপতিত্বে এবং এসএটিভির বিশেষ প্রতিনিধি হেফাজুল করিম রকিবের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সাপ্তাহিক জনমতের বিশেষ প্রতিনিধি আহাদ চৌধুরী বাবু।

সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাপ্তাহিক লন্ডন বাংলার সম্পাদক কেএম আবু তাহের চৌধুরী, সুরমা সম্পাদক আহমদ ময়েজ, বাংলানিউজের বিশেষ প্রতিনিধি সৈয়দ আনাস পাশা, সাংবাদিক মতিয়ার চৌধুরী, লন্ডন-বাংলা প্রেসক্লাবের সহসভাপতি মাহবুব রহমান, এটিএন বাংলা ইউকের সিনিয়র রিপোর্টার মোস্তাক বাবুল, ব্রিকলেইন সম্পাদক জুয়েল রাজ, লন্ডন-বাংলা প্রেসক্লাবের ট্রেনিং সেক্রেটারি ইব্রাহিম খলিল, ইনফরমেশন সেক্রেটারি সালেহ আহমদ, ইভেন্ট সেক্রেটারি (বিজয়ী) তওহীদ আহমদ, কার্যকরী পরিষদের সদস্য পলি সুলতান, বাংলা টিভির বার্তাসম্পাদক সরোয়ার হোসেন, ডেইলি স্টারের যুক্তরাজ্য প্রতিনিধি আনসার আহমদ উল্লাহ, লন্ডন বিডিনিউজের সম্পাদক জাকির হোসেন কয়েস, এনটিভি ইউরোপের চিফ রিপোর্টার আকরাম হোসেন, সাংবাদিক আবদুর কাদির মুরাদ, এনটিভি ইউরোপের উপস্থাপক আতাউল্যাহ ফারুক, সাংবাদিক মাহবুব কানছুর, ডিবিসি যুক্তরাজ্য প্রতিনিধি তারেক চৌধুরী, চ্যানেল এস রিপোর্টার রেজাউল করিম মৃধা, মোহাম্মদ কাউসার, এনটিভি ইউরোপের রিপোর্টার আহসানুল আম্বিয়া শুভন, সাংবাদিক রফিকুর ইসলাম এমদাদ, লন্ডন বিডিনিউজের চেয়ারম্যান আবদুল বাছিত বাদশাহ, কবি সিহাবুজ্জামান কামাল, বিশ্ববাংলা২৪ডটকম সম্পাদক শাহ রহমান বেলাল, এলবিটিভি২৪-এর রিপোর্টার জুবায়ের আহমদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশে সম্প্রতি সাংবাদিক নির্যাতনের ঘটনা ভয়াবহ পরিমাণে বেড়েছে। কখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে, কখনো ক্ষমতাসীন সংগঠনের নেতাকর্মীদের দ্বারা সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটছে। এসব ঘটনায় জড়িতরা বেশিরভাগ ক্ষেত্রেই পার পেয়ে যাচ্ছে। বিচারহীনতার এ সংস্কৃতি সাংবাদিক নির্যাতনকে উৎসাহিত করছে, যা কখনই কাম্য নয়। এ সংস্কৃতি থেকে বেরিয়ে এলে জাতি উপকৃত হবে, না হলে ভয়াবহ পরিণতি অপেক্ষা করবে জাতির জন্য।