মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

শমশেরনগরে দিনব্যাপী বইমেলা ও পদক প্রদান



20170221_165514

কমলকুঁড়ি রিপোর্ট :

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে বইমেলা ও পদক বিতরণ-২০১৭ সম্পন্ন হয়েছে। বইমেলাটি ভাষাসৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত জননেতা মোহাম্মদ ইলিয়াছ এর নামে উৎসর্গ করা হয়েছে। “এসো বই পড়ি, আলোকিত হই” এ শ্লোগানে ঋদ্ধ হয়ে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে শমশেরনগর সাহিত্যাঙ্গন স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজন করে শমশেরনগর নগর বইমেলা ২০১৭। এটি তাদের তৃতীয় আয়োজন। মেলা সকাল ৯ ঘটিকা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬ ঘটিকা পর্যন্ত চলে। বইমেলায় মোট দশটি স্টল অংশগ্রহণ করে। বইমেলায় ছড়া, কবিতা, আবৃত্তি ও গানের মাধ্যমে অমর একুশে বন্দনার পাশাপাশি প্রতীকী ভাষা প্রতিযোগের আয়োজন করা হয়। এতে বাংলা, ইংরেজি, আরবি, হিন্দি, সংস্কৃত, মণিপুরী, খাসিয়া, ভোজপুরি, গারো, ত্রিপুরা, তেলেগু, রেলি, উড়িয়া, সাওতাল ও সাদনা ইত্যাদি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির প্রতিযোগীরা তাদের মাতৃভাষায় অমর একুশে বাণী-বন্দনা করে। বইমেলার উল্লেখযোগ্য আয়োজন ছিলো গুণিজন সংবর্ধনা। নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পাঁচজনকে ‘শমশেরনগর পদক’-এ ভূষিত করা হয়। সাহিত্যে-শহীদ সাগ্নিক, শিক্ষাক্ষেত্রে-সিতারা বানু (মরণোত্তার), ক্রীড়াক্ষেত্রে-মো. আব্দুল বাছিত (মরণোত্তর), সংস্কৃতিতে-(নাটক) জয়ন্ত পাল ও ভাষা সৈনিক মফিজ আলীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

20170221_171449
প্রভাষক শাহাজান মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান। আলোচনায় অংশ নেন উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী, লেখক-গবেষক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রসময় মোহান্ত, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, অধ্যক্ষ ম. মুর্শেদুর রহমান, মহিলা সদস্যা রেজুওয়ানা তফাদার সুমী, লোক সাহিত্যিক মাহফুজুর রহমান, লেখক-গবেষক আহমদ সিরাজ, কবি শহীদ সাগ্নিক, সমাজসেবক আব্দুল হান্নান চিনু, সাংবাদিক নুরুল মোহাইমীন মিল্টন প্রমুখ। সবশেষে কিশোর-কিশোরীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বইমেলার পরিসমাপ্তি ঘটে।