বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

রাজনগরে বাল্য বিবাহ বন্ধ: পুলিশ দেখে পালাল বর!



 কমলকুঁড়ি রিপোর্ট :

2017-02-07--08_24_18

মৌলভীবাজারের রাজনগরের সফাতপুর গ্রামে বাল্যবিয়ে পণ্ড করে দিয়েছে প্রশাসন। জানা যায়, সোমবার সৌদি আরব প্রবাসী সাজু আহমদরে বিয়ে ঠিক করা হয়েছিল ফতেহপুর ইউনিয়নের জাহিদপুর গ্রামের আরেক সৌদি আরব প্রবাসী ইসলাম মিয়ার মেয়ের সঙ্গে (১৬)।

উমরপুর কমিউনিটি সেন্টারে বিয়ের সব আয়োজনও শেষ। অতিথিদের জন্যও রান্না করা হয়েছে গরু-খাসির মাংস। কিন্তু সৌদি প্রবাসীর ওই মেয়েকে অপ্রাপ্ত বয়সে বিয়ে দেয়া হচ্ছে বলে অভিযোগ আসে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরিফুল ইসলামের কাছে। তিনি রাজনগর থানার ওসি ও উত্তরভাগ ইউনিয়নের চেয়ারম্যানকে ফোন করে ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করার নির্দেশ দেন। রাজনগর থানার ওসি (তদন্ত) গোলাম সরওয়া উপপরিদর্শক রাজিব হোসেনকে পাঠান কমিউনিটি সেন্টারে। তিনি কমিউনিটি সেন্টারে গিয়ে দেখেন বিয়ের আয়োজন শেষ। অতিথিরাও খাবারের জন্য এসে গেছেন। এদিকে পুলিশ খোঁজ করে বরের। এ সময় বর সাজু আহমদ কমিউনিটি সেন্টারে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে বর পালিয়ে যান। পরে ১৮ বছরের আগে তার মেয়েকে বিয়ে দেবেন না বলে লিখিত দেন কনের মা আয়শা বেগম।