বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে যারা বিজয়ী হলেন তারা হচ্ছেন



কমলকুঁড়ি রিপোর্ট ।।

1471630714-3

মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোঃ আজিজুর রহমান (চশমা) ৩৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী এম এম শাহীন (আনারস) পেয়েছেন ২৮৯ ভোট। এছাড়া এম এ রহিম শহিদ (মোটরসাইকেল) পেয়েছেন ২৫৩টি, শাহাবুদ্দিন সাবুল (প্রজাপতি) ৫৭টি, বকসি ইকবাল আহমেদ ৫টি, সোহেল আহমদ (তালগাছ) ২টি ভোট পেয়েছেন।
সাধারণ সদস্য পদে ১ নং ওয়ার্ডে আবু আহমদ হামিদুর রহমান (ঘোড়ি) ০, ২ নং ওয়ার্ডে শহীদুল আলম শিমুল (ক্রিকেট ব্যাট), ৩ নং ওয়ার্ডে আজিম উদ্দিন (বৈদ্যুতিক পাখা), ৪ নং ওয়ার্ডে মো. বদরুল ইসলাম(হাতি), ৫ নং ওয়ার্ডে সেলিম আহমদ (তালা), ৬ নং ওয়ার্ডে মো. আব্দুল মানিক (বেহালা), ৭ নং ওয়ার্ডে এম এ আহাদ (টিউবয়েল) ৮ নং ওয়ার্ডে রওনক আহমদ (বৈদ্যুতিক পাখা), ৯ নং ওয়ার্ডে মো. আতাউর রহমান (উটপাখি), ১০ নং ওয়ার্ডে মো. মামুনুর রশীদ চৌধুরী (তালা), ১১ নং ওয়ার্ডে হাসান আহমদ জাবেদ (তালা), ১২ নং ওয়ার্ডে মো. মশিউর রহমান (তালা ), ১৩ নং ওয়ার্ডে মো. বদরুজ্জামান সেলিম (টিউবয়েল), ১৪ নং ওয়ার্ডে মো. হেলাল উদ্দিন (তালা), ১৫ নং ওয়ার্ডে মো. মুর্শেদুর রহমান (তালা) বিজয়ী হয়েছেন।
সংরক্ষিত মহিলা সদস্য পদে ১নং ওয়ার্ডে (১,২ ও ৩) জুবেদা ইকবাল (ফুটবল), ২নং ওয়ার্ডে (৪,৫ ও ৬) শিরিন আক্তার চৌধুরী মুন্নি (মাইক), ৩ নং ওয়ার্ডে (৭, ৮ ও ৯) রাকিবা সুলতানা (দোয়াত কলম), ৪ নং ওয়ার্ডে (১০,১১ ও ১২) সৈয়দা জেরিন আক্তার (টেবিল ঘড়ি), ৫ নং ওয়ার্ডে (১৩, ১৪ ও ১৫) নং ওয়ার্ড থেকে তফাদার রিজওয়ানা ইয়াসমিন (বই) বিজয়ী হয়েছেন।