বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে আব্দুর নূর-নূরজাহান চৌধুরী ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত



কমলকুঁড়ি রিপোর্ট :

15327434_1424666977563126_8966591278335224427_n 15327434_1424666977563126_8966591278335224427_n-1

কমলগঞ্জ উপজেলার আব্দুর নূর-নূরজাহান চৌধুরী কল্যাণ ট্রাস্টের ৩য় মেধাবৃত্তি পরীা-২০১৬ উৎসবমুখর পরিবেশে শুক্রবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় পতনঊষার ইউনিয়নের বৃন্দাবনপুর আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয় ও আহমদনগর দাখিল মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
মেধাবৃত্তি পরীক্ষার সমন্বয়কারী মিজানুর রহমান মিষ্টার জানান, মেধাবৃত্তি পরীক্ষায় কমলগঞ্জ উপজেলার ৪৯টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের মোট ৪০৫ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এর মধ্যে ৪র্থ শ্রেণির ১৫৭ জন, ৫ম শ্রেণির ১৪৯ জন ও ৮ম শ্রেণির ৯৯ জন শিক্ষার্থী। বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানের উপর সর্বমোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মেধাবৃত্তি পরীক্ষায় অতিথি হিসাবে পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক, আব্দুর নূর-নূরজাহান চৌধুরী কল্যাণ ট্রাষ্টের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর নূর মাষ্টার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।