শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

রাগিব আলীর ছেলে আব্দুল হাই গ্রেফতার, জামিন নামঞ্জুর, জেলে প্রেরণ



 3-300x177

আবদুল হাই গ্রেফতারী পরোয়ানা জারির পর দেশ ছেড়ে পালানোর তিন মাসের মাথায় কেন ফিরলেন-এ বিষয়ে ইমিগ্রেশন পুলিশ তাকে কিছু জিজ্ঞেসও করেনি, তিনিও এ বিষয়ে কিছু বলেননি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইমিগ্রেশন পুলিশ সদস্য জানান, আবদুল হাইকে এ সময় বেশ বিমূর্ষ দেখাচ্ছিল। তার সঙ্গে পালানো পিতা রাগীব আলী এখন কোথায় আছেন-এ বিষয়ে জানতে চাওয়া হলেও আবদুল হাই কোনো জবাব দেননি। ফেরার কারণ সম্পর্কেও কিছু বলেননি।
এদিকে জকিগঞ্জ থেকে সংবাদদাতা জানিয়েছেন : আটক আব্দুল হাই ভারতের একটি হাসপাতালে মানসিক রোগের চিকিৎসা নিয়েছেন এ সময়ে। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় চিকিৎসার অজুহাত দেখিয়ে তিনি ভিসার মেয়াদ বাড়িয়ে নিয়েছেন। তার স্ত্রীর ভিসার মেয়াদ ২০২৩ সাল পর্যন্ত। অর্থাৎ পাসপোর্টের মেয়াদ ও ভিসার মেয়াদ সমান। স্থানীয়রা জানান, রাগীব আলীর ছেলেকে সিলেট শহরে নিয়ে যাবার জন্য শনিবার সকাল থেকেই কাস্টমস ঘাট এলাকায় একাধিক গাড়ী দেখা গেছে। রাগীব আলীর ঘনিষ্টজনেরা কাস্টমসঘাটের আব্দুল হাইর জন্য অপেক্ষা করছিলেন। আব্দুল হাইকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে সেখানে কৌতুহলী লোকজন ভীড় করেন।