মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

বিপিএলে আজ যারা মুখোমুখি



কমলকুঁড়ি স্পোর্টস :

072ed2bcd81fff0848cf900563f7fb06x700x466x23-jpeg3480x072ed2bcd81fff0848cf900563f7fb06x700x466x23-jpeg3480x-1 গতকালের দুটি রুদ্ধশ্বাস ম্যাচে জয় তুলে নিয়েছে যথাক্রমে খুলনা টাইটান্স এবং রংপুর রাইডার্স। আজ বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাতটায় মুখোমুখি হবে গতকালের দুই বিজয়ী রংপুর রাইডার্স এবং খুলনা টাইটান্স। ম্যাচটি শুরু হবে দুপুর দুইটায়।

অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে খুলনা টাইটান্স অনেকটাই তারকাবিহীন। গতকাল ‘বোলার’ রিয়াদের ম্যাজিকেই জয় তুলে নিয়েছে খুলনা। রিয়াদের সাথে জাতীয় দলের আরেক সদস্য পেসার শফিউল ইসলাম আছেন। আছেন বিপিএলের সর্বাধিক উইকেটশিকারি ক্যারিবিয়ান তারকা কেভিন কুপার। এছাড়া আন্দ্রে ফ্লেচার ও লেন্ডল সিমন্স, নিকোলাস পুরান, রিকি ওয়েলস, বেন হওয়েলের মতো উদীয়মান ক্রিকেটার রয়েছে খুলনা টাইটান্সে।

অন্যদিকে খুলনার প্রতিপক্ষ রংপুর রাইডার্সে আবার তারকার ছড়াছড়ি। আছেন জাতীয় দলের ড্যাশিং ওপেনার সৌম্য সরকার। সম্প্রতি অফ ফর্মে থাকা এই মারকুটে ওপেনারকে গতকাল অনেকটাই স্বরুপে দেখা গেছে। তার প্রত্যাবর্তন ঘটলে তা বোলারদের ঘাম ছুটিয়ে দেবে তা বলাই বাহুল্য। এরপর আছেন বুম বুম আফ্রিদি। তার সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। তাছাড়া গত ম্যাচে ৮০ রানের ঝড়ো ইনিংস খেলা শাহজাদ তো আছেনই। এছাড়া আছেন স্পিনার আরাফাত সানি, পেসার রুবেল হোসেন।

খুলনা টাইটান্স একাদশ (সম্ভাব্য): অলক কাপালি, রিকি ওয়েসেলস, নিকোলাস পুরান (উইকেটকিপার), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল হক, আবদুল মজিদ, মোহাম্মদ আসগর, শফিউল ইসলাম, শুভাগত হোম, জুনাইদ খান।

রংপুর একাদশ (সম্ভাব্য) : সৌম্য সরকার, মোহাম্মদ শাহজাদ, মোহাম্মদ মিথুন, শহীদ আফ্রিদি, নাঈম ইসলাম (অধিনায়ক), লিয়াম ডসন, রিচার্ড গ্লিসন, সোহাগ গাজী, আরাফাত সানি, মুক্তার আলী, রুবেল হোসেন।

(সংগ্রহ)