মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

পুলিশ বাহিনীকে আরো জনবান্ধব করতে আধুনিকায়নের কাজ চলছে-বড়লেখায় স্বরাষ্ট্রমন্ত্রী



বড়লেখা প্রতিনিধি:

barlekha-29-1

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, আগের পুলিশ আর বর্তমানের পুলিশ এক নয়। এখন পুলিশ বাহিনী আগের চেয়ে অনেক বেশি দক্ষ, মেধাবী। এ বাহিনীকে আরো জনবান্ধব ও সেবামুখি করতে আধুনিকায়নের কাজ চলছে। জনগণের নিরাপত্তায় জীবনের ঝুঁকি নিয়ে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন বিশ্বব্যাপি প্রশংসা কুড়াচ্ছে। এখন আগের চেয়ে বেশি পুলিশের জবাবদিহীতা বেড়েছে। সাধারণ মানুষকে সেবা দিতে পুলিশের বিভিন্ন স্থর চালু রয়েছে। তিনি ২৯ নভেম্বর মঙ্গলবার মৌলভীবাজার জেলার বড়লেখায় নবনির্মিত থানা কমপ্লেক্স ভবনের আনুষ্ঠানিক উদ্ভোধন শেষে পুলিশ প্রশাসন আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ শাহজালালের সভাপতিত্বে ও এসএসপি (সদর) শাহীন আহমদের পরিচালনায় থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি, সৈয়দা সায়রা মহসিন এমপি, আব্দুল মতিন এমপি, কেন্দ্রিয় আ’লীগের কার্যকরী সদস্য ও কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুল ইসলাম, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান পিপিএম, মৌলভীবাজার জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, মৌলভীবাজার জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, মৌলভীবাজার জেলা যুবলীগের সভাপতি ও পৌরসভার মেয়র ফজলুর রহমান, বড়লেখা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন।