শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

কালো টাকা গ্রহন ও প্রদানে সম্পৃক্তদের প্রতি নির্বাচন কমিশন কঠোর নজরদারী রাখবে  -মৌলভীবাজারে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোঃ. জাবেদ আলী



নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোঃ. জাবেদ আলী বলেছেন, ‘আসন্ন জেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কালো টাকা ও পেশী শক্তি বরদাস্ত করা হবে না। কালো টাকা গ্রহন ও প্রদানে সম্পৃক্তদের প্রতি নির্বাচন কমিশন কঠোর নজরদারী রাখবে।
সোমবার ২১ নভেম্বর সকাল ১১টায় মৌলভীবাজার জেলা সার্ভার স্টেশন পরিদর্শন করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোঃ. জাবেদ আলী উপরোক্ত কথাগুলো বলেন।
 এ সময় উপস্থিত ছিলেন সিলেট অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আজহারুল হক, মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মোঃ. ইস্তাফিজুল হক আকন্দ সহ উপজেলা নির্বাচন কর্মকর্তাবৃন্দ।
তিনি আরো বলেন, জেলা পরিষদ নির্বাচন সাধারণ নির্বাচনের মতো নয়। সাধারণ নির্বাচনে জনগণ ভোট দেয়। কিন্তু এখানে যারা ভোট দিবেন প্রত্যেকেই জনপ্রতিনিধি। তাই নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সতর্কতার সহিত কাজ করার পরামর্শ দেন সংশ্লিষ্ট কর্মকতাদের।