শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে এ্যাপিস সেরানা ও মেলিফেরা মৌচাষ প্রশিক্ষণ উদ্বোধন



কমলকুঁড়ি রিপোর্ট

moduchash-kamalgonj
মৌলভীবাজারের কমলগঞ্জে আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে মৌচাষ উন্নয়ন প্রকল্পের আওতায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক), মৌলভীবাজার এর উদ্যোগে ১৫ দেনব্যাপী “এ্যাপিস সেরানা ও মেলিফেরা মৌচাষ প্রশিক্ষণ কোর্স” এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসুচীর উদ্বোধন করেন বিসিক, মৌলভীবাজার এর ডিজিএম এইচ, এম হামিদুল হক চৌধুরী।
কমলগঞ্জ উপজেলা ক্ষুদ্র ও কুঠির শিল্প উন্নয়ন পরিষদের উপদেষ্টা আহমদ সিরাজের সভাপতিত্বে ও উপজেলা মধুচাষী সমিতির সভাপতি আলতাফ মাহমুদ বাবুলের কর্মশালার আলোচনা পর্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিসিক, মৌলভীবাজার এর প্রমোশন অফিসার মুজিবুল ইসলাম, প্রশিক্ষক খালেদ মো: মঞ্জুর আলম। কর্মলাশায় ১০ জন মধু চাষী অংশগ্রহন করেন।
সভায় বিসিক মৌলভীবাজারের ডিজিএম এ এইচ হামিদুল হক চৌধুরী বলেন, কমলগঞ্জের মধুচাষীদের আরও দক্ষ করে গড়ে শীঘ্রই কমলগঞ্জে স্থায়ীভাবে একটি মধু চাষ প্রশিক্ষণ কেন্দ্র করা হবে।