শনিবার, ২০ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

শ্রীমঙ্গলে ভুয়া এসপি পরিচয়দানকারী  আটক 



14721504_1141942955841067_4513258123963285976_n-1

মামুন আহমদ, শ্রীমঙ্গল :

শ্রীমঙ্গলে মৌলভীবাজার রোডের মিদাদ শপিং সিটির ব্যবসায়ীদের কাছ থেকে তার বাবা অসুস্ত সিঙ্গাপুর নিয়ে চিকিৎসা করা লাগবে বলে চাঁদা নেওয়ার সময় আটক করা হয় ভুয়া এস পি পরিচয়দানকারী ইয়াছিন হাসান ইমাম। আটক ভুয়া এস পি নিজেকে কখনো এডিশনাল এসপি, কখনও এসপি, কখনও এএসপি আবার কখনও ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে ইয়াছিন আরাফাত (৩৫)কে গত রোববার রাতে ভুয়া এস পিকে মিদাদ শপিং থেকে আটক করা হয়।
মিদাদ শপিং সিটির ব্যবসায়ী আমজাদ হোসেন বাচ্চু জানান রোববার রাতে শ্রীমঙ্গল শহরের ৫/৬ জন যুবক সহ আমরা তাকে আটক করে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্য মোহাম্মদ মাহবুবুর রহমানের রুমে নিয়ে যাই।এরপর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে গ্রেপ্তার করে গতকাল বিকালে মৌলভীবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।গ্রেপ্তারকৃত ইয়াছিন হাসান ইমাম নোয়াখালী জেলার চাটখিল থানার ভিমপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের মকবুল আহমেদের ছেলে।গতকাল শ্রীমঙ্গল থানা পুলিশ ভুয়া এএসপি পরিচয়দানকারী ওই ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলে পাঠিয়ে দিয়েছেন।