শনিবার, ২০ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে লাউয়াছড়ায় মুক্ত ইভা, নজরব‌ন্দি ইন্ডিগো



কমলকুঁড়ি রিপোর্ট :

pic-l

লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হলো ইভাকে, তবে নজরব‌ন্দি থাকবে ইন্ডিগো। শুক্রবার (১৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে অজগর ‍দু’টি অবমুক্ত করা হয়। মু‌ক্তির সময় বেশ উত্তেজিত ছিলো ইভা আর রে‌ডিও ট্রান্স‌মিটার স্থাপন করা ইন্ডিগো ছাড়ার পরই বনের ভেতরে চলে যায়। গত দুই বছর যাবৎ রে‌ডিও ট্রান্স‌মিটার স্থাপন করে ‍সাপটি অনুসরণ কর‌ছিলেন গবেষকরা। তখনই ইভা নামকরণ করা হয়। কিছুদিন আগে ইভা বন পেরিয়ে লোকালয়ে চলে গিয়ে জালে আটকা পড়ে। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা অজগরটি উদ্ধার করে এনে দেখেন, ইভার শরীরে থাকা ট্রান্স‌মিটারটি নষ্ট হয়ে গেছে। এবার ট্রান্স‌মিটার ছাড়াই মুক্ত করা হলো সাপ‌টি। তবে ইন্ড্রিগোর চলাফেরা পর্যবেক্ষণ করবেন গবেষকরা।ইভাকে নিয়ে গবেষণা কর‌ছিলেন শাহ‌রিয়ার সিজার। মোবাইল ফোনে তিনি বলেন, গত দু’বছরে দেখা গেছে, ইভা বে‌শক্ষণ বনে থাকছে না। বারবারই বাইরে চলে যাচ্ছে।লাউছড়ায় এ পর্যন্ত ৯টি অজগরের শরীরে রে‌ডিও ট্রান্স‌মিটার লাগানা হয়েছে। যার মধ্যে চার‌টি ট্রান্স‌মিটার স‌রিয়ে সাপগুলো মুক্ত ক‌রা হয়েছে।এ গবেষণায় সহকারী হিসেবে কাজ করছেন স্বপন। তিনি জানান, সাপ দু’টি ছয় ফুট লম্বা। ওজন প্রায় ৭ কে‌জির মতো।

গবেষণার মাধ্যমে বাংলাদেশের বনাঞ্চলে সাপের সংখ্যা বৃদ্ধির চেষ্টা করছেন গবেষকরা। দেখা গেছে, সিলেট অঞ্চলের বনাঞ্চলের অজগরগুলো প্রায়ই লোকালয়ে চলে যায়। এক হিসাবে দেখা গেছে, গত তিনবছরে অর্ধশতাধিক অজগর লোকালয়ে যাওয়ার পর ধরা পড়েছে।