মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে জুবেদা খাতুন ফাউন্ডেশন ট্রাষ্ট কর্তৃক শারদীয় দূর্গোৎসব উপলক্ষে দরিদ্রদের মধ্যে নগদ অর্থ বিতরণ



কমলকুঁড়ি রিপোর্ট :

11মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার কালী প্রসাদ উচ্চ বিদ্যালয় হলরুমে বুধবার (৫ অক্টোবর) বিকালে জুবেদা খাতুন ফাউন্ডেশন ট্রাষ্টের আয়োজনে ট্রাষ্টের চেয়ারম্যান, প্রবাসী কমলগঞ্জ সমিতির সভাপতি ফারুক আহমেদ ও তাঁর পারিবারিক বন্ধু ডাঃ প্রতিভা চক্রবর্তী, শ্রীমতি শাশ্বতী বাসু, শ্রীমতি বুলা মিত্র, শ্রীমতি কুমকুম মুখার্জী, শ্রীমতি গীতা মুখার্জী ও শ্রীমতি জয়াতী দাস এর আর্থিক সহযোগিতায় শারদীয় দূর্গোৎসব উপলক্ষে দরিদ্রদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
14519656_1391015684260833_7096973971704726663_nঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা বিআরডিবি চেয়ারম্যান, (সিলেট বিভাগের শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী সমাজসেবক ও জুবেদা খাতুন ফাউন্ডেশন ট্রাষ্ট এর প্রধান সমন্বয়কারী মোঃ ইমতিয়াজ আহমেদ বুলবুল।

14591584_1391016060927462_6858712097565730010_n
কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পালের (নান্টু) সভাপতিত্বে ও কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ শামসুদ আহমদ, ক্রীড়ানুরাগী সৈয়দ রুহুল আমীন, রহিমপুর ইউনিয়ন আওয়ামীলীগ সহসভাপতি মোস্তাক আহমেদ খোকন, সাধারণ সম্পাদক দিপক কান্তি রায় ও সমাজকর্মী আনসার আহমদ। অনুষ্ঠানে ৬৬ জন অসহায় দরিদ্রদের মধ্যে নগদ ১৪শ’ টাকা করে মোট ৯২ হাজার ৪শ’ টাকা বিতরণ করা হয়।
j-1অনুষ্ঠানে সনাতন ধর্মীয় পুরোহিত খোকা গোস্বামী জুবেদা খাতুন ফাউন্ডেশন টাষ্ট্রের অনুদানদাতার মঙ্গলসহ বিশ্বের শান্তি কামনায় প্রার্থনা করেন।
অনুদানপ্রাপ্তরা শারদীয় দুর্গাপুজা উপলক্ষে এই আর্থিক অনুদান পেয়ে তারা আনন্দিত। তারা জানান, জুবেদা খাতুন ফাউন্ডেশন ট্রাষ্ট এর কর্তৃপক্ষকে ঈশ্বর যেন দীর্ঘায়ু করেন। ভবিষ্যতে আর অনুদানের পরিধি বাড়ানোর দাবী করেন। এভাবে ট্রাষ্টের ধারাবাহিকতা অব্যাহত থাকলে পূজা উপলক্ষে দ্ররিদ্ররা অনেক উপকৃত হবে। শারদীয় দূর্গাপূজার ঠিক আগ মুহুর্তে এ অনুদান পেয়ে ট্রাষ্টের চেয়ারম্যান ও তাঁর পারিবারিক বন্ধুদের আনন্দময়ী মায়ের কাছে আশির্বাদ কামনা করেন। তারা বলেন, প্রবাসের থেকেও বাংলাদেশের অসহায় মানুষদের সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন এজন্য ঈশ্বরের কাছে প্রার্থনা জানান তাঁরা যেন সবসময় সুস্থ থাকেন ও দীর্ঘায়ু হন।

14484616_1391016277594107_7112696586310685333_nউল্লেখ্য, আর্তমানবতার কল্যাণে সব সময় জুবেদা খাতুন ফাউন্ডেশন ট্রাষ্ট নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। প্রতি বছর দূর্গোৎসব উপলক্ষে আর্থিক অনুদান, ঈদ উপলক্ষে খাদ্য সহায়তা প্রদান, গরীব মেধাবী শিক্ষার্থীকে সহায়তাসহ বিভিন্ন কর্মকা- পরিচালনা করে যাচ্ছে।