শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলকুঁড়ি পত্রিকার পাঠক সংগঠন “সুধীজন” এর রহিমপুরের ৭নং ওয়ার্ড কমিটি গঠন



আমিনুল ইসলাম হিমেল/ লুৎফুর রহমান বাবর ॥

14657357_1400653143297087_4262217599254732306_n
সকাল সাড়ে ১০টা বাজে এক এক করে সুধীজনরা উপস্থিত হচ্ছেন। বেলা ১১টা বাজার সাথে সাথে আমন্ত্রিত সকলই উপস্থিত হন। শুরু হয় সুধীজন গঠন উপলক্ষে আলোচনা সভা।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ধর্মপুর উম্মাহাতুল ম’মিনীন মহিলা (বালক-বালিকা) মাদ্রাসায় কমলকুঁড়ি পত্রিকার “সুধীজন”  কমিটি গঠন উপলক্ষে এ আলোচনায় সভাপতিত্ব করেন সুধীজন এর আহবায়ক আমিনুল ইসলাম। সদস্য সচিব লুৎফুর রহমান বাবর এর সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক ও কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ।

আলোচনায় অংশ নেন মাদ্রাসার সুপার মাও:আব্দুর রহমান তফাদার, কমলকুঁড়ি পত্রিকার ষ্টাফ রিপোর্টার হোসেন জুবায়ের, মাদ্রাসার সদস্য সচিব মাওঃ লুৎফুর রহমান জাকারিয়া,  মাও:মাশহুদ আহমদ,  রহিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনি চৌধুরী।
সভায় সর্বসম্মতিক্রমে আমিনুল ইসলাম হিমেলকে সভাপতি ও লুৎফুর রহমান বাবরকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি মাওঃ সোয়াইন আহমদ, মাওঃ মিনহাজুর রহমান, সহ সাধারণ সম্পাদক ইজ্জাদুর রহমান তুহিন, সাংগঠনিক সম্পাদক আফজল হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, অর্থ সম্পাদক নাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক অলিউর রহমান, সহ প্রচার সম্পাদক আবুল খায়ের, সাহিত্য প্রকাশনা সম্পাদক বাধন রায় বিজু, সহ সাহিত্য সম্পাদক কাউছার মিয়া, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক মোতাহের ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এবাদুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিলন দেবনাথ, সদস্য মাওঃ হাসান আহমদ, মাওঃ সাইফুর রহমান, আব্দুল হান্নান, লিটন আহমদ, শিমুল আহমদ, জয় বৈদ্য, মোঃ আল আমিন, বানেশ্বর উড়াং, মনি লাল উড়াং, ইমন আহমদ, রনি দাস, মরহম আলী।
পরে সকলকে মিষ্টি মুখ করানো হয় ও ফটো সেশনে অংশ গ্রহণ করেন অতিথিদের সাথে নবগঠিত কমিটির সদস্যবৃন্দ।