মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কবিতা : শরৎ ।। জ্যোৎস্না খান



images

 
মেঘের সাথে রোদের আড়ি
তাই বুঝি আজ আকাশ ভারি,
সকাল থেকেই ভাসছে মেঘ

বাতাসেও যে বাড়ছে বেগ।

নড়ছে গাছ, ঝরছে পাতা
ঘুরছে মেঘ, উড়ছে পাতা,
ধরার বুকে শুকনো পাতা
এতেই বুঝি শরৎ গাঁথা?

কমলা, হলুদ, লাল রঙে
ধরা সাঁজে রং বেরঙে।
শিশির কণা সবুজ ঘাসে
পূব আকাশে সূর্য্য হাসে।

গাঁয়ের বধূ নদীর ঘাটে
কলসি কাঁকে যায় যে হেঁটে,

রাখাল ছেলে বাজায় বাঁশি

কিসের দিবা কিসের নিশি।।

 

(লেখক : যুক্তরাজ্য প্রবাসী)