বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

বিশ্বকাপের হাতছানি



195

কমলকুঁড়ি (খেলাধূলা) :

বাংলাদেশ মহিলা অ-১৬ দলের সামনে উঁকি দিচ্ছে ফিফা বিশ্বকাপ। ২০১৮ ফিফা অ-১৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে উড়ুগুয়েতে। ১৬ টি দল অংশগ্রহণ করার সুযোগ পাবে। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) থেকে ৩ টি দল অংশগ্রহণ করার সুযোগ পাবে।

বাংলাদেশ মহিলা অ-১৬ দল প্রথম বারের মতো এশিয়ান কাপের মূলপর্বে। বাংলাদেশের ফুটবল ইতিহাসে প্রথম বারের মতো কোন মহিলা দল এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করল। বাছাই পর্বে টানা ৫ টি ম্যাচ জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে এশিয়ান কাপের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ অ-১৬ মহিলা দল। এশিয়ান কাপের বাছাই পর্বের শেষ ম্যাচে নবাগত সংযুক্ত আরব আমিরারতকে ৫-০ হারিয়েছে বাংলাদেশ। বাছাই পর্বে বাংলাদেশ গোল দিয়েছে ২৬ টি। অপরদিকে হজম করেছে মাত্র ২টি গোল। বাছাই পর্বে বাংলাদেশের চাইতে বেশি গোল দিয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিন কোরিয়। তাছাড়া অনান্য সব দলই বাংলাদেশের চাইতে কম গোল করেছে। বাছাই পর্বে যেভাবে ফিফা র্যাংকিং ৫৩ তে থাকা শক্তিশালী ইরান কে যেভাবে নাস্তানাবুদ করেছে, চোখে না দেখলে অবিশ্বাস্য। ম্যাচে ইরান কোন প্রতিদ্বন্দ্বিতা গড়তেই পারে নি। ম্যাচটি বাংলাদেশ ৩-০ ব্যবধানে জিতে নেয়। বাছাই পর্বের অন্যতম ফেভারিট ৩৮ নাম্বারে থাকা, চাইনিজ তাইপের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ৪-২ গোলে জয় ছিনিয়ে এনে এশিয়ান কাপের টিকিট নিশ্চিত করে। এশিয়ান কাপের বাছাই পর্বে সিঙ্গাপুরকে ৫-০ ব্যবধানে, কিরগিজস্তানকে ১০-০ ব্যবধানে, চাইনিজ তাইপেকে ৪-২ ব্যবধানে এ সংযুক্ত আরব আমিরাতকে ৪-০ ব্যবধানে হরিয়েছে বাংলাদেশ। বাছাই পর্বে অসাধারন পারফর্ম করা বাংলাদেশের যুবাদের কাছে দারুন কিছু আশা করতেই পারি। আগামি বছর সেপ্টেম্বর মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপে খেলবে ৮ টি দল। বাংলাদেশের মেয়েরা যদি ৮ দলের মধ্যে সেরা তিনে থাকতে পারে তাহলে, ২০১৮ সালে উড়ুগুয়েতে অনুষ্ঠিত ফিফা অ-১৭ বিশ্বকাপে খেলতে পারবে। অন্যদিকে, শেষ চারে থাকতে পারলে ২০১৯ সালের অ-১৭ মহিলা এশিয়ান কাপে বাছাই পর্ব খেলতে হবে না। সরাসরি এশিয়ান কাপের মূলপর্বে খেলবে।

এর চাইতে বড় সুযোগ বাংলাদেশ অ-১৬ মেয়েদের সামনে আসতে পারে না। সুযোগ গুলো কাজে লাগাতে পারলে বাংলাদেশ এক অনন্য উচ্চতায় পৌছে যাবে। এর জন্য দরকার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সুদৃষ্টি। বাফুফের মহিলা কমিটির প্রধান মাহফুজা আক্তার কিরণের চোখ অনেক দূরে যাবে বাংলালাদেশ। তিনি ২০১৮ সালে অনূর্ধ্ব-১৭ বা ২০২২ সালে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে নিয়ে যেতে চান বাংলাদেশকে!

-বিডি২৪ রিপোর্ট