শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

রূপষপুরে শোকের মাতম



 

———আবদুল হাই ইদ্রিছী

14317467_630835217077919_3033581052926437054_n-1

সেপ্টেম্বরের ষোল তারিখ

জুম’আ বার দিন,

রুপষপুরে বেজে উঠলো

শোকের বীণ।

.

আমার বাড়ির পাশের গ্রাম

রুপষপুর তাঁর নাম,

এই গ্রামের আলেম ছেলে

আবু সুফিয়ান নিজাম।

.

নতুন জীবন করতে শুরু

বউ তুলবেন ঘরে,

দিন ক্ষন ঠিক করলেন

আনন্দে মন ভরে।

.

দুই হাজার ষোল সালের

এই তারিখে বিয়ে,

ভোর বেলা যাত্রা শুরু

আত্মীয়-স্বজন নিয়ে।

.

আনন্দে তাঁর বুকটা ভরা

ঘুরছে গাড়ির চাকা,

কখন গিয়ে পৌছবে গাড়ি

কনের বাড়ি ঢাকা?

.

পথ চেয়ে ঘুমটা টেনে

বসে আছেন কন্যা,

মেহেদী রাঙ্গা হাতটা তার

মনে সুখের বন্যা।

.

এরই মাঝে ভাগ্য তাদের

করলো সর্বনাশ,

দুর্ঘটনায় পড়ে গেল

বরের মাইক্রোবাস।

.

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর

শশই নামক স্থান,

এক নিমিষে ঝরে গেলো

আটটি তাজা প্রাণ।

.

স্বপ্ন সবই ওরে গেলো

গেলো বরের প্রাণ,

এখানেই পেয়ে গেলেন

জান্নাতের সুঘ্রাণ।

.

বরের সাথে তারই বাবা

আদিউর রহমান,

বিদায় হলেন প্রিয় চাচা

মতিউর রহমান।

.

মাছুম শিশু আলী হোসেন

বরের চাচতো ভাই,

বাবার সাথে সেও গেলো

মায়ের যে কেউ নাই!

.

দুরুদ মিয়া, সাইদুর রহমান

আব্দুল হান্নান হাজী,

মুকিত চৌধুরী মুক্তারও

গেলেন লাশ সাজি।

.

একই গ্রামের পাঁচ পরিবার

হয়ে গেলো ফানা,

আকাশ বাতাস ভারি হলো

শোকে দিলো হানা।

.

ছেলের শোকে মায়ের রোদন

ভাই-বোনের কান্না,

স্বামীর শোকে স্ত্রী পাথর

নেই তো ঘরে রান্না।

.

বাবার জন্য ছেলে মেয়ে

করছে আহাজারি,

শোকের মাতম বইছে দেখো

প্রতি বাড়ি বাড়ি।

.

সাজিয়ে রাখা বাসর খানা

রোদন করে কাঁদে,

আজ যেন আলোও নেই

আকাশের চাঁদে।