শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

সুখে থাকো কবি



।। -আবদুল হাই ইদ্রিছী।।

 

একুশে আগস্ট দু’হাজার ষোল/

দিনগত রাত বারোটা ত্রিশে, /

মনের আকাশ ভরে উঠলো/

শোকের বিশে।/

14067520_195324740884078_245281075702761086_n-1

চির বিদায় নিয়ে গেলেন/

সাইয়্যিদ ফখরূল, /

চোখের মনি প্রিয় কবি/

কমলগঞ্জের বুল।/

/

মুখে ছিলো মুছকি হাসি /

মাথায় বাবড়ি চুল, /

অম্লান তার স্মৃতিগুলো/

দিচ্ছে মনে দুল।/

/

কমলগঞ্জের মাটির সাথে /

ছিলো তার ভাব, /

মাটির প্রতি ভালোবাসা/

ছিলো যে স্বভাব। /

/

বিদায় নিয়ে চলে গেলেন/

আসবেন না ফিরে, /

ভাসিয়ে গেলেন আমাদেরে/

শোক সাগরের তীরে। /

/

কবির স্মৃতি কবির প্রীতি/

থাকুক বহমান, /

কবর দেশে সুখে রাখো/

ওগো রহমান।/