শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

লন্ডন প্রবাসী ক্ষুদে শিল্পী নিঝুম দে’র এই ‘মায়ের মতো আপন কেউ নাই’ একক এ্যালবাম এর মোড়ক উন্মোচন



শ্রীমঙ্গল সংবাদদাতা:

unnamed-19

সিলেটী মেয়ে নিঝুম তার সুরের যাদু মায়ায় আকৃষ্ট করতে প্রিয় সিলেটবাসীকে উপহার দিলো ‘মায়ের মতো আপন কেউ নাই’। শুক্রবার দুপুরে মৌলভীবাজারে লন্ডন প্রবাসী ক্ষুদে শিল্পী নিঝুম দে’র এই ‘মায়ের মতো আপন কেউ নাই’ একক এ্যালবাম এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল সাদী মহলের পার্টি সেন্টারে সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নিয়ে এর মোড়ক উন্মোচন করেন সিলেট বিভাগের বিশিষ্ট চিকিৎসক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা: হরিপদ রায়। বিশিষ্ট ব্যবসায়ী মো. ছায়েদ আলীর সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী শিক্ষানুরাগী মো: আশরাফ উদ্দিন, অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, শ্রীমঙ্গল সাংস্কৃতিক একাডেমীর পরিচালক সাংবাদিক বিকুল চক্রবর্ত্তী, সাংবাদিক চৌধুরী ভাস্কর হোম, সাংস্কৃতিক সংগঠক শিক্ষিকা অনিতা দেব, সংগীত শিল্পী নমিতা দে, শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব ও সঞ্জিত দেব, সমাজসেবী আব্দুর রহমান, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব গৌতম দেব, সাংবাদিক সুমন বৈদ্য, ফটো সাংবদিক বিক্রমজিৎ বর্ধন, বিষ্ণু ধর প্রমুখ। এ্যালবামের মোড়ক উন্মোচনের পরে ক্ষুদে শিল্পী নিঝুম দে উপস্থিত অতিথিদের উদ্দ্যেশে এ্যালবামের টাইটেল সং ‘মায়ের মতন আপন কেউ নেই’ গানটি পরিবেশন করেন। অনুষ্টানে বক্তারা বলেন, সূদুর লন্ডনে বসবাস করেও বাংলাদেশী গানের এ্যালবাম বের করায় এটি প্রবাসেও বাংলার সংস্কৃতি ও লোকজ ধারা প্রচারে ব্যাপক ভূমিকা রাখবে।
উল্লেখ্য ক্ষুদে এ শিল্পী এ বয়সেই লন্ডনে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। সে চ্যানেল এস এর নিয়মিত শিল্পী। একই সাথে লন্ডনের বিভিন্ন বাংলা টিভিতেও সে সংগীত পরিবেশন করে। বলা চলে লন্ডনে কোন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হলে নিঝুমের ডাক পড়েই। নিঝুমও তার সুমধুর কন্ঠ দিয়ে সবাইকে মুহিত করে তুলে। সংগীতের জন্য নিঝুম ইতিমধ্যে একাধিক পুরস্কারেও ভুষিত হয়েছে। অংশ নিয়েছিল ক্ষুদে প্রতিশ্রতিশীল শিল্পী অন্বেষণের ‘ক্ষুদে গানরাজ’ রিয়্যালিটি শোতেও। নিঝুমের মা নমিতা দে নিজেও একজন সংগীত শিল্পী। নমিতা দে শ্রীমঙ্গল রামকৃষ্ণ মিশন রোডের অমুল্য দেব এর মেয়ে ও পরিবেশবিদ সিতেশ রঞ্জন দেব এর ভাতিজি। নিঝুমের মা নমিতা দে জানান,  নিঝুম লন্ডন ফাইভ এল্মস প্রাইমারী স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী। সে ৫ বছর বয়স থেকেই গান শিখছে। আমার পাশাপশি  তাকে গান শিখান লন্ডনের খ্যাতনাম সংগীত শিক্ষক শাহিনূর হিরক। নিঝুম গানের পাশাপাশি ভালো নৃত্যও করে। নৃত্য শিল্পী হিসেবেও লন্ডনে তার বেশ সুনাম রয়েছে। মা ও শিক্ষকের পাশাপাশি নিঝুমের বাবা নিশির দে তার এ সাংস্কৃতিক কর্মকান্ডে উৎসাহ যোগিয়ে থাকেন ।

এ্যালবামে সিলেটের আঞ্চলিক গানসহ মোট ৮টি রয়েছে।