বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

ভারতে মদ্যপানের দায়ে দুই পাইলট বরখাস্ত



 pilot-cockpit_650x400_71457353112-550x338

কমলকুঁড়ি ডেস্ক:

বিমানে মদ্যপানের দায়ে ভারতে ৪ বছরের জন্য বরখাস্ত হলেন দুই পাইলট। ভারতীয় কর্তৃপক্ষ এয়ার ইন্ডিয়া ও জেট এয়ারওয়েজের ওই মদ্যপ দুই পাইলটের বিরুদ্ধে থানায় মামলা করার নির্দেশ দিয়েছে। জেট এয়ারওয়েজ গত ৩ আগস্ট আবুধাবি থেকে চেন্নাইগামী ফ্লাইটের পাইলটকে মদ পানের অভিযোগে চাকরিচ্যুত করেছে।
বিমান থেকে নামার পর রক্ত পরীক্ষায় মদপানের প্রমাণ পাওয়ায় এয়ার ইন্ডিয়ার এক কেবিন ক্রুকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া গত ১০ আগস্ট শারজা থেকে আসা এয়ার ইন্ডিয়ার বিমানের পাইলকে পরীক্ষা করেও মদপানের প্রমাণ পেয়ে তাকেও চার বছরের জন্য বরখাস্ত করা হয়।
এর আগে ভারতে উড্ডয়নের আগেই কেবল পাইলটদের এলকোহল টেস্ট করা হতো। এখন থেকে দেশটিতে বিমান থেকে নামার পরও পাইলটরা মদপান করেছেন কিনা তা পরীক্ষা করা হচ্ছে। সূত্র: এনডিটিভি