শনিবার, ২০ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

‘গুলশান-শোলাকিয়া হামলায় জড়িত আরও আটজন শনাক্ত’



monirulb20160406091959

কমলকুঁড়ি ডেস্ক ::
গুলশান-শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় মাস্টারমাইন্ড জিয়া, নিহত তামিম ও মারজান ছাড়াও বিভিন্ন পর্যায়ে জড়িত আরও আটজনকে শনাক্ত করা হয়েছে। রোববার (২৮ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেরোরিজম বিভাগের প্রধান (সিটি) মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম বলেন, কল্যাণপুরে নিহত নয় জঙ্গির মধ্যে চারজন এবং শনিবার (২৭ আগস্ট) নারায়ণগঞ্জে অভিযানে নিহত তামিম ছিলেন নব্য জেএমবি’র গুরুত্বপূর্ণ নেতা। এ ধরনের অভিযানের মাধ্যমে নব্য জেএমবিকে দমন করা হবে- বলেন তিনি।

জঙ্গি মারজান সম্পর্কে তিনি বলেন, জঙ্গি মারজান খুব মেধাবী, ইংরেজি ও আরবি ভাষায় পারদর্শী। নিহত জঙ্গি তামিমের পক্ষ হয়ে তিনি বাইরে থেকে নতুন সদস্যদের ব্রেনওয়াশ করতেন। শনিবারের অভিযানে নিহত ফজলে রাব্বীর বাড়ি যশোরে। যশোরের পুলিশ তাকে নিয়ে নিখোঁজের পোস্টার ছাপিয়েছিল। নিহত আরেকজন তাহজিদ হাসানও ধানমণ্ডি থেকে নিখোঁজ ছিলেন।

-বাংলানিউজ২৪