বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

দীর্ঘ ৯০ বছর পর স্বপ্ন পুরণ নতুন বিদ্যুৎ সংযোগ, আনন্দে আত্নহারা পুরো এলাকা



আসহাবুল ইসলাম শাওন :

13781715_905877692857314_4574475200678814523_n(1)

প্রায় ৯০ বছর পর স্বপ্ন পুরণ নতুন বিদ্যুৎ সংযোগ পাওয়ায়, আনন্দে আত্মহারা পুরো এলাকা। কমলগঞ্জ উপজেলায় অবস্হিত দক্ষিন এশিয়ার সর্ব বৃহৎ রেইন ফরেস্ট লাউয়াছড়া জাতীয় উদ্যানের গহীন অরন্যের একাংশ শ্রীমঙ্গল উপজেলার ৩নং ইউনিয়নের অর্ন্তগত লাউয়াছড়ায় নৃর্তাত্তিক জনগোষ্টি খাঁসিয়া পুঁন্জিতে প্রায় চার পুরুষ অর্থাৎ প্রায় ৯০ বছর থেকে খাঁসিয়া সম্প্রদায়ের লোকজন বসবাস করে আসছে, পাহাড়ী দূর্গম এলাকা হওয়ায় যুগযুগ পের হয়ে গেলেও এই এলাকায় কোন বিদ্যুৎ সংযোগের উদ্যেগ নেওয়া হয়নি।অবশেষে প্রায় ৯০ বছর পর কমলগঞ্জ শ্রীমঙ্গল নির্বাচনী এলাকার পাচ বারের নির্বাচিত সাবেক চীফ হুইপ আলহাজ্ব উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপির প্রচেষ্টায় এই দূর্গম পাহাড়ী এলাকার ৩১ টি খাঁসিয়া পরিবার জন্য ১৯ লক্ষ ১৭ হাজার টাকা ব্যয়ে (১.৩১৮) কিঃমিঃ নতুন পল্লী বিদ্যুয়ানের সংযোগ টির উদ্বোধন করা হয় ১৬ই জুলাই শনিবার সন্ধ্যা ছয় টায়। প্রধান অতিথি হিসাবে নতুন বিদ্যুতয়ানের উদ্বোধন করেন,কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট্য শিক্ষানুরাগী লাউয়াছড়া জাতীয় উদ্যানের (সিএমসি)সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক।উদ্বোধনী অনুষ্টানে মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী মোঃ হাসনাত হাসানের সভাপতিত্বে ও মজিদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সিদ্দেক আলী, কমলগঞ্জ পৌর মেয়র মোঃ জুয়েল আহমদ,কমলগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম মোঃ গোলাম ফারুক, বিট কর্মকর্তা রেজাউল হক,আদিবাসী নেতা মাগুরছড়া খাঁসিয়া পুন্জি প্রধান জিডিসন সুচিয়াং সুচি কডর, মাধবপুর ইউপি আওয়ামীলীগ সভাপতি মোঃ আশিদ আলী,লাউয়াছড়া পুন্জির মন্ত্রী পিলারপথ মি প্রমুখ।আদিবাসী নেতারা তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়ীক দেশ আমরা সবাই এক সূঁতই বাধা, কিন্তু এই দেশ আমাদের নাগরিত্ব দিলেও কোন অধিকার দেওয়া হয়নি,আমাদের নিজের জায়গা বলতে কিছু নেই,এমন কি জাতীয় টিকা দিবস,ও ভিটামিন দিবস গুলোতে আমাদের মা,বোন ছোট শিশুরা বঞ্চিত থাকেন, আমাদের প্রশ্ন, আমরা কি বাংলাদেশের নাগরিক নয়? এসময় কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মিরা উপস্হিত ছিলেন।