বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে খাদ্য সহায়তা বিতরণ



মানিক পাল :

14
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচী শীর্ষক প্রকল্পের আওতায় ২০১৫-২০১৬ অর্থবছরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগানে ১৯০টি পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) বিকালে মিরতিংগা চা বাগানের মন্দির প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ রফিকুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার লিলি, কমলগঞ্জ পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদ, উপজেলা সমাজসেবকা কর্মকর্তা সুরজিত কুমার পাল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ সানোয়ার হোসেন, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, চা বাগানের সহকারী ব্যবস্থাপক প্রদীপ কুমার ভার্মা, বীর মুক্তিযোদ্ধা কুলচন্দ্র তাঁতী, ইউপি সদস্য ধর্না বাউরী,  সংবাদকর্মী মিজানুর রহমান মিষ্টার, ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম নান্নু। স্থানীয় আওয়ামীলীগ নেতা দিলীপ ঘোষ ও নরোত্তম বর্ধনের সঞ্চালনায় অনুষ্ঠানে ১৯০টি পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।