শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত



কমলকুঁড়ি রিপোর্ট :
‘কিশোরীদের জন্য বিনিয়োগ, আগামী প্রজন্মের সুরা’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস ২০১৬ উপলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পরিবার পরিকল্পনা দপ্তরের উদ্যোগে র‌্যালী, আলোচনা সভা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটি ১১ জুলাই উদযাপনের কথা থাকলেও পরবর্তীতে ২১ শে জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রফিকুল আলম প্রধান অতিথি হিসাবে র‌্যালিটি উদ্বোধন করেন। র‌্যালী পরবর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকে এটিএফপিও আবদাল মিয়ার চৌধুরীর সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ সালাহ উদ্দিন আহমদ এর সঞ্চালনায় র‌্যালী পরবর্তী আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ অর্ধেন্দু শেখর রায়, কমলগঞ্জ উপজেলা সূর্যের হাসি কিনিকের ব্যবস্থাপক নিশিকান্ত দেব, সাংবাদিক আসহাবুর ইসলাম শাওন প্রমুখ। অন্যান্যদের মধ্যে স্বাগত বক্তব্য রাখেন- পরিবার পরিকল্পনা কর্মী মহিবুর রহমান, মিনতী রানী সিন্হা, প্রদীপ কুমার আচার্য্য, আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় ৪ জন শ্রেষ্ঠ কর্মীকে সনদপত্র প্রদান করা হয়। বক্তারা বলেন প্রতিটি কিশোরী নিরপাদ ও সফলতার সাথে বয়ঃসন্ধিতে উপনীত হওয়ার এবং ভবিষ্যতে সকল সম্ভাব্য সুবিধাদি পাওয়ার অধিকার রয়েছে ইউএনএফপিএ এই অধিকার সমূহের প্রচারণা বাস্তবায়ন ও সুরায় অঙ্গীকারবদ্ধ। কিশোরীদের শিা স্বাস্থ্য ও সহিংসতা মুক্ত সকল মানবাধিকারের প্রচারের েেত্র নীতি নির্ধারকগণও অত্যন্ত ভূমিকা রাখতে পারেন। ১৯৯০ সালের ১১ জুলাই প্রথমবারের মতো পৃথিবীর ৯০টি দেশে বিশ্ব জনসংখ্যা দিবস উদ্যাপিত শুরু হয়ে আজ অবধি তা প্রচলিত রয়েছে।