শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

জীবিকার টানে বিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের শিশু শ্রম !



॥ কমলকুঁড়ি রিপোর্ট ॥

500
এখন রমজান মাস। বিদ্যালয় বন্ধ। চা বাগানে কাজ করছি। কাজ শেষে দৈনিক মজুরী ৪০ টাকা পাব। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগানে শিশু চা শ্রমিকরা এভাবেই চা বাগানের শ্রম দিয়ে টাকা উপার্জন করার কথা বলল।
শুক্রবার দুপুরে বাগানের চা শ্রমিক শিশু সুমন্তী, মিনা, সজল, সনজিত, রাবিকা, নিঞ্জেরী কাজ শেষে বাড়ীতে পাড়ী বাগান যাওয়ার সময় তাদের সাথে দেখা হয়। শিশুদের কারো হাতে কাস্তি আবার কারো হাতে কলসি। শিশু কাস্তি দিয়ে চা গাছের গোড়া (সিকলিন পরিষ্কার) করে। কেউ কেউ কলসি নিয়ে অন্য শ্রমিকদের পানি পান করায়।
শিশু শ্রমিকরা জানান, সকাল ১০ টা থেকে কাজে যাই, দুপুর ২টায় কাজ শেষে বাড়ি ফিরে। এতে ৪০ টাকা মজুরী দেয়া হয়। রমজান থাকায় বিদ্যালয় বন্ধ থাকায় এ কাজ জীবিকা নির্বাহের জন্য তারা করছে। এসব শিশু শ্রমিকরা কেউ ৬ষ্ঠ, ৫ম, ৪র্থ শ্রেণীতে পড়ছে।