শনিবার, ২০ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

গরু তুমি কার!



কমলকুঁড়ি রিপোর্ট :

untitled-8_219619

 

কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের খালিছ মিয়া জনৈকা হোসনে আরা চৌধুরীর আড়াই বছর বয়সী একটি গরুর মালিকানা দাবি করে আটকে রাখেন। গরুটি ফিরে পেতে হোসনে আরা কমলগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ গরুটি জব্দ করে থানায় রেখে তদন্ত শুরু করে। পুলিশি তদন্ত আর উপস্থিত সালিশ বৈঠকে ভেটেরিনারি সার্জনের ডাক্তারি পরীক্ষা শেষে ছয় দিন পর গত শনিবার বিকেলে প্রকৃত মালিক হোসনে আরা চৌধুরী কমলগঞ্জ থানা থেকে গরুটি ফিরে পেলেন। গত ১২ জুন রাজকান্দি পাহাড়ে ঘাস খাওয়া অবস্থায় গরুটি ধরে নিয়ে যান খালিছ মিয়া। আদমপুর ইউনিয়নের আধকানি গ্রামের খালিছ মিয়া রাজকান্দি পাহাড়ে ঘাস খাওয়া অবস্থায় তার নিজের গরু মনে করে গত ১২ জুন কাউয়ারগলা গ্রামের হোসনে আরা চৌধুরীর একটি বলদ গরু ধরে নিয়ে যান। স্থানীয়ভাবে এ গরুর কোনো সমাধান না হলে রাতেই হোসনে আরা গরু ফিরে পেতে কমলগঞ্জ থানায় খালিছ মিয়া ও হারুন মিয়াকে বিবাদী করে অভিযোগ করেন। পরদিন পুলিশ গরুটি উদ্ধার করে থানা হেফাজতে রাখে। এরপর থেকে কমলগঞ্জ থানার এসআই জাহিদুল হক কয়েক দফা তদন্ত করেন। অভিযোগকারী হোসনে আরা চৌধুরী বলেন, পুলিশি তদন্তে গ্রামবাসীর সাক্ষাতেও প্রমাণ হয়েছিল গরুটি তার। তবে একটি প্রভাবশালী মহলের কারণে থানার ওসি বদরুল হাসান এ গরুটি দেবেন-দিচ্ছি বলে থানায় ছ’দিন আটকিয়ে রাখেন। পরে কমলগঞ্জ থানার ওসি বদরুল হাসান মেয়র মো: জুয়েল আহমেদ কাছে বিষয়টি দেয়া হয়।  গরুর দু’জন মালিকানা দাবি করলে কোনো সমাধান না হওয়ায়  ভেটেরিনারি সার্জনের বয়স পরীক্ষায় সমাধান হয়ে বলে গরুটিকে অভিযোগকারী হোসনে আরা চৌধুরীকে ফিরিয়ে দেওয়া হয়েছে।