বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

কুলাউড়ার ৬ ইউপিতে নব নির্বাচিতদের শপথ গ্রহণ



কমলকুঁড়ি রিপোর্ট :

 

63352-1

কুলাউড়া উপজেলার নব নির্বাচিত ৬ ইউনিয়ন পরিষদের ৭৮ জন নির্বাচিত জনপ্রতিনিধিদের গ্রহন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

 

মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় কুলাউড়া উপজেলা পরিষদ হলরুমে শপথ গ্রহন অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে ৬ ইউপি চেয়ারম্যানসহ ৫৪ জন সাধারণ সদস্য ও ১৮ জন সংরক্ষিত মহিলা সদস্য শপথ গ্রহন করেন।

 

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগমের সভাপতিত্বে ও উপজেলা মাধমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. কামরুল হাসান।

 

বক্তব্যের প্রারম্ভে জেলা প্রশাসক নব নির্বাচিত চেয়ারম্যানদের ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম সাধারন সদস্য ও মহিলা সংরিক্ষত সদস্যদের শপথবাক্য পাঠ করান।

 

প্রধান অতিথির বক্তব্যে নব নির্বাচিত জন প্রতিনিধিদের অভিনন্দন জানিয়ে মৌলভীবাজার জেলা প্রশাসক মো. কামরুল হাসান বলেন, বর্তমান সরকারের স্বপ্ন ডিজিটাল বাংলাদেশের অন্যতম শর্ত হচ্ছে জনগনের কাছে দ্রুত সেবা পৌছে দেয়া। আপনারা ইউনিয়ন তথ্য সেবার মাধ্যমে জনগনকে স্বল্প সময়ে তাদের প্রয়োজনীয় তথ্যাদি পৌছে দিবেন।

 

নব নির্বাচিতদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, দেশের জনগন আর সরকারের সেতুবন্ধনের কাজ আপনাদেরই করতে হবে। কারও প্রতি রাগ কিংবা অনুরাগের বশবর্তী হয়ে কোন অপরাধে জড়িত হবেন না। জনগনের প্রতি দেশের প্রতি আন্তরিকভাবে কাজ করতে হবে। এসময় তিনি উপস্থিত সবাইকে আগাম ঈদ উল ফিতরের শুভেচ্ছা প্রদান করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, কুলাউড়া পৌর মেয়র শফি আলম ইউনুছ, উপজেলা কৃষি অফিসার মো. শাহনেওয়াজ, উপজেলা নির্বাচন কমিশনার জিল্লুর রহমান।

 

শপথ গ্রহন অনুষ্ঠানে নির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে শপথ গ্রহন করেন ভাটেরা ইউপি’র সৈয়দ একেএম নজরুল ইসলাম, টিলাগাঁও ইউপি’র মো. আব্দুল মালিক, হাজিপুর ইউপি’র আব্দুল বাছিত বাচ্চু, শরীফপুর ইউপি’র জুনাব আলী, পৃথিমপাশা ইউপি’র নবাব আলী বাকর খান, কর্মধা ইউপি’র আতিকুল ইসলাম আতিক।

 

উল্লেখ্য গত ৭ মে কুলাউড়া উপজেলার ৬ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো। গত ২৮ তারিখ এই ৬ ইউপির’র নির্বাচিতদের গেজেট প্রকাশিত হয়।