বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

পরিবেশ আন্দোলন



বশীর উদ্দীন আহমেদ আটলান্টা (জর্জিয়া) :
2
আমেরিকার জর্জিয়ার  আটলান্টার পরিবেশ আন্দোলন সৌজন্যে ২ এপ্রিল ২০১৬,   স্থানীয় গ্লোবাল্মলের সেবা লাইব্রেরী কার্যালয়ে এক সূধী সমাবেশের আয়োজন করা হয় । অধ্যাপক ডঃ নাসিরুদ্দীনের সভাপতিত্ব ও বাবু শ্যাম চন্দের সঞ্চালনায় অনুসষ্টিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিডিসি’র ডসাইমন পলস। ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিউইয়্ররক থেকে আলোচনায় অংশ গ্রহন করেন ফ্রেন্ড অব আর্থ জেনিফার রক। বক্তব্য রাখেন ডঃ মূরশেদুল হাকিম, পরিবেশ বান্ধব আরিফ আহমেদ প্রমূখ বক্তাগণ।তারা বলেন বিদ্যুৎ উৎপাদনের অনেক বিকল্প আছে,সুন্দর বনের কোন বিকল্প নেই। বক্তাগণ কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মানের ভয়াবহতা সম্পর্কে সজাগ থাকার এবং বিশ্বর বৃহত্তম ম্যানগ্রোব ফরেস্ট সুন্দরবন রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্ববান জানান। শুরুতে ভিডিও প্রদর্শন করা হয়। দ্বিতীয় পর্বে ছিল প্রশ্নোত্তর পালা।