শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

শ্রীমঙ্গলে চৈত্রমাসে ফ্লাস ফ্লাড ॥ ডুবে গেছে রাস্তাঘাট ঘরবাড়ি ॥ তলিয়ে গেছে হাজার হাজার একর ফসলী জমি ॥ দুর্ভোগে জনবসতি



বিকুল চক্রবর্তী, শ্রীমঙ্গল থেকে :

12924418_958119240976199_6604595824406212289_n

বৃষ্টি ও পাহারী ঢলে তলিয়ে গেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল, কমলগঞ্জ ও রাজনগর উপজেলার বিভিন্ন গ্রাম ও আবাসিক এলাকার বাড়ি ঘর রাস্তাঘাট । ডুবে গেছে শত শত পুকুরসহ হাজার হাজার একর বুরো ফসলের মাঠ। আর অসময়ে বন্যার আগমন দেখে হতবম্ব হয়ে পড়েছেন সাধারণ জনগন। অনেকেরই উনুনে পানি উঠায় সকাল থেকে ঘরে জ্বলেনি আগুন। ছেলে মেয়ে নিয়ে তারা রয়েছেন অভুক্ত। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় বের হতে পারছেন না ঘর থেকে।

12932674_958118957642894_4013825041002086140_n
রাত থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। রাতের খাবার খেয়ে সবারই ঘুমিয়ে ছিলেন আরামে। কিন্তু সকালে ঘুম থেকে অনেকের চোখ সাদা হয়ে যায়। চোখের সামনে ভাসতে দেখেন ঘরের জিনিশ পত্র। এ দৃশ্যে হতবাক সবাই। টানা বৃষ্টি ও উজান থেকে আসা পাহারী ঢলের পানিতে তলিয়ে যায় তাদের ঘর বাড়ি রাস্তাঘাট।
তলিয়ে গেছে হাজার হাজার একর বুরো ফসল। আর পুকুর ও ফিসারীর পাড় ডুবে বের হয়ে গেছে কোটি কোটি টাকার মাছ। এদিকে চৈত্রমাসে যেখানে মানুষ পানির জন্য হাহাকার করে সেখানে পানিতে তলিয়ে যাবে বাড়িঘর রাস্তাঘাট তা ভাবতেই পারছেন না এ এলাকার মানুষ। বেশ কয়েকটি মুরগীর ফার্ম পানিতে তলিয়ে গিয়ে মারা যায় সহ¯্রাধিক মুরগী। ক্ষতি হয় বিভিন্ন শাকসবজীর মাঠও।
তবে এই ফ্লাস ফ্লাডের কারন হিসেবে এলাকাবাসী দোষারোপ করলেন নদী ও বৃষ্টির পানি হাওরে নামার পথে অপরিকল্পীতত বাড়িঘর নির্মান এবং পাহাড়ী ছড়ার পাড় দখলকে।
এ ব্যাপারে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায় জানান, দুশত বছরের ইতিহাসে তাদের বাড়িতে এই প্রথম পানি উঠে। তাও চৈত্রমাসে।
শ্রীমঙ্গল সবুজবাগ আবাসিক এলাকার বাসিন্দা রজত শুভ্র চক্রবর্ত্তী, উত্তম দেব নাথ ও রাজীব আলী জানান, তাদের জীবনে বাড়ি ঘরে এতো পানি উঠতে আর দেখেন নি। তারা জানান, এ পানির স্্েরাতে তাদের এলাকায় প্রায় ২০টি স্পটে নদীর পাড় ও চলাচলের রাস্তা সম্পুন্ন ভেঙ্গে গেছে।
আর ভারপ্রাপ্ত উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. নুরুল হুদা জানান, বিভিন্ন এলাকায় এই ফ্লাস ফ্লাডে ক্ষয়ক্ষতির সংবাদ তার কাছে এসেছে। তিনি জানান, ক্ষতিগস্থ পরিবার চিহ্নিত করে তাদের সাহায্য দেয়া হবে।