শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

লাখ মানুষের পদ চারনায় মুখরিত হয় ফুলতলার চারপাশ : জুড়ীতে আধ্যাত্মিক জগতের দিশারী হযরত শাহ নিমাত্রা (রহঃ)এর ৪৫ তম বার্ষিক মাহফিল।



 
জুড়ী প্রতিনিধিঃ

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলায় ওলি কুল শিরমণি আধ্যাতিœক জগতের দিশারী হযরত শাহনিমাত্রা আব্দুল আলী (রহঃ) এর ৪৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও নানা কর্ম সুচির মধ্য দিয়ে তিন দিন ব্যাপী বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্টিত হবে।১১এপ্রিল সোমবার সকাল সাড়ে ৮টা থেকে খতমে কুরআন,বাদ আসর মোনাজাত এবং মাজার সংলগ্ন মসজিদের সম্মুখে ফজর পর্যন্ত ধর্মপ্রান মুসলমানগণ আল্লাহ তায়ালার ইবাদত ও জিকির মিলাদ মাহফিলে মশগুল থাকবেন।১২এপ্রিল মঙ্গলবার সকাল ৮টা হইতে খতমে কুরআন বাদ আসর মিলাদ এবং দোয়া সারা রাত জিকির আযকার।১৩এপ্রিল বুধবার সকাল ৮টা হইতে খতমে কুরআন বাদ আসর দোয়া এবং সারারাত জিকির আযকার মিলাদ মাহফিল, বাদ ফজর আখেরী মোনাজাত শেষে শির্নি বিতরণের মধ্য দিয়ে হযরত শাহনিমাত্রা (রহঃ)এর ৪৫তম বার্ষিক মাহফিলের সমাপ্তি হবে।প্রতি বছর বিভিন্ন স্তরের আইন শৃংখলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্ত্বা ব্যাবস্থা লক্ষ্য করা যায়,দরগাহ কার্যকরি কমিটি,মাহফিল পরিচালনা কমিটির শতাদিক লোকজনরা শান্তি এবং সুষ্ঠ ভাবে তিন দিন ব্যাপী ওরুশ মোবারক সমাপ্তির জন্য আগত আশেকানে ভক্ত বৃন্দের প্রতি সহযোগিতা কামনা করেছেন।এবং প্রত্যেক ধর্ম প্রান মুসলমান সহ দেশ বিদেশ থেকে আল্লাহর প্রিয় ওলির দরবারে আসা লোকজনদের প্রতি সব ধরনের অশ্লীলতা বেয়াপনা দ্বীন ইসলাম বিরোধী কর্মকান্ড থেকে সর্বদা সজাগ থাকার জন্য বিনীত ভাবে অনুরুদ জ্ঞাপন করেছেন মাহফিল পরিচালনা কমিটির শতাদিক দায়িত্ব রত সদস্যরা।