শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

লাউয়াছড়া জাতীয় উদ্যানে অজগর কর্তৃক হরিণকে গিলে খেলো



বিকুল চক্রবর্তী

13087408_974272902694166_3373579863115713583_nমৌলভীবাজারের চাউতলী বনে ডিসকোভারীর দৃশ্য দেখলো বন বিভাগ ও এলাকাবাসী ॥ অজগর গিলে খেলো আস্ত একটা হরিণ বিকুল চক্রবর্ত্তী মৌলভীবাজারে বিশাল আকৃতির একটি হরিণকে গিলে খেয়েছে একটি অজগর সাপ। ঘটনাটি ঘটেছে দুপুরে জেলার শ্রীমঙ্গল উপজেলার লাউয়াছড়া বনের সংযোগ বন চাউতলী বন বিটের ২নং সেক্টরে। এদিকে অজগর হরিণ ধরে খাচ্ছে জেনে সেখানে ছুটে জান উতসুক জনতা এবং বন বিভাগের কর্মকর্তারা। ঘটনাস্থল পরিদর্শন করা মৌলভীবজার সহকারী বন সংরক্ষক (ওয়াইল লাইফ) মো. তবিবুর রহমান জানান, লোক মাফত খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান এবং সাপটির আধার সম্পন্ন করা পর্যন্ত তিনি সেখানে উপস্থিত থাকেন। তিনি জানান, প্রায় ২ঘন্টায় ১৫ থেকে ২০ ফুট দৈঘের বিশাল আকৃতির একটি অজগর ১৬ থেকে ১৮ কেজি ওজনের একটি মাদি হরিণকে আস্তে আস্তে চিবিয়ে গলদগর্ভ করে। তিনি বলেন, বনবিভাগে তার কর্মজীবনে এই প্রথম এরকম দৃশ্য তিনি দেখেছেন এবং এটিকে তিনি ইতিবাচক দিক হিসেবে দেখছেন। প্রায়ই অজগর খাবারের সন্ধানে লোকালয়ে ছুটে যায়। কিন্তু বর্তমানে এটি কমেছে। বলাযায় প্রাণী কুলের যে ইকো ব্যালেন্স তা এই বনে ফিরছে। এদিকে সাপটির হরিণ খাওয়া শেষ হলেও দীর্ঘক্ষন ধরে সে সেখানেই অবস্থান করতে থাকে তাই এটি যাতে বনের বাহিরে না যায় এবং কেউ তাকে বিরক্ত না করে সে দিকে নজর রাখার জন্য চাউতলী বিট অফিসারকে নির্দেশ দেন তিনি। এ ব্যাপারে পরিবেশ সংরক্ষনবিদ সিতেশ রঞ্জন দেব বলেন, এক সময় এই বনের সকল জীবযন্তু তাদের ন্যাচারাল খাবার খেয়েই সেখানে বসবাস করতো। বর্তমানে বনে গাছপালা কমে যাওয়ায় সেখান থেকে তাদের খাবারও যোগানও কমেছে। তিনি জানান, অজগর সাধারণত ইদুর, খরগোশ, হরিণের বাচ্চা ধরে খায়। বনে এ জাতীয় খাবার না থাকায় প্রায়ই অজগর ছুটে আসে লোকালয়ে এবং ছাগল, মুরগী, হাঁস ধরে খায়। তিনি জানান, মানুষের হাত থেকে উদ্বার করে এবং তার সেবা ফাউন্ডেশনে ডিম থেকে বাচ্চা ফোটা শতাধিক অজগর লাউয়াছড়া, চাউতলী ও রেমা কালেঙ্গা বনে অবমুক্ত করেছেন।