বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

রাজনগরে ৩৩ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন জমা : আ’লীগ বিদ্রোহী-৮ বিএনপি বিদ্রোহী-১



রাজনগ প্রতিনিধি :

রাজনগরে ৩৩ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন জমা : আ’লীগ বিদ্রোহী-৮ বিএনপি বিদ্রোহী-১

৪র্থ ধাপে ইউনিয়ন নির্বাচনে মনোনয় পত্র জমাদানের সময় শেষ হয়েছে ৭ এপ্রিল বৃহস্পতিবার। শেষ সময়ে এসে নৌকার বিদ্রোহী প্রার্থী বেশি। উপজেলার ৮ ইউনিয়নের মধ্যে রাজনগর সদর ইউনিয়ন ছাড়া সবকটি ইউনিয়নে আওয়ামীলীগের একাধিক বিদ্রোহী প্রার্থী রয়েছে। মোট ৩৩ জন প্রার্থী মনোনয়ন দিয়েছেন। এর মধ্যে আওয়ামীলীগের বিদ্রোহী ৮জন এবং বিএনপি বিদ্রোহী ১ জন। বিদ্রোহী প্রার্থীরা হেভীওয়েট হওয়ায় বেকায়দায় পড়বেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থীরা।

রাজনগরে যারা মনোনয়নন জমা দিলেন ১নং ফতেহপুর ইউনিয়নে নকুল চন্দ্র দাশ (আওয়ামীলীগ), মতিউর রহমান লয়লুছ (আওয়ামীলীগ-বিদ্রোহী), আব্দুল আজিজ ছাবুল (বিএনপি) আমীর আলী (বিএনপি-বিদ্রোহী), সুমন দাশ (স্বতন্ত্র)। উত্তরভাগ ইউনিয়নে আব্দুল আজিজ (আওয়ামীলীগ), শাহ শাহিদুজ্জামান ছালিক (আওয়ামীলীগ-বিদ্রোহী), জিতু মিয়া (বিএনপি)।

মুন্সিবাজার ইউনিয়নে ছালেক মিয়ার (আওয়ামীলীগ) বর্তমান চেয়ারম্যান মোঃ ছাতির মিয়া (আওয়ামীলীগ-বিদ্রোহী) আশিক মিয়া (বিএনপি)। পাচগাও ইউনিয়নে মিহির কান্তি দাস (আওয়ামীলীগ) সাবেক চেয়ারম্যান শামছুন নুর আহমদ আজাদ (আওয়ামীলীগ-বিদ্রোহী), শাহিন আহমদ (বিএনপি), লেছু মিয়া (স্বতন্ত্র), আলাল মিয়া (স্বতন্ত্র), জিলু মিয়া (স্বতন্ত্র), সেলিম আহমদ (স্বতন্ত্র)।

রাজনগর ইউনিয়নে মোঃ ফারুকুজ্জামান খান (আওয়ামীলীগ) জুবের আহমদ চৌধুরী (বিএনপি), দেওয়ান খয়রুল মজিদ সালেক (স্বতন্ত্র)। টেংরা ইউনিয়নে আব্দুল কাদির মোত্তালিবের (আওয়ামী লীগ), বর্তমান চেয়ারম্যান টিপু খান (আওয়ামী লীগ-বিদ্রোহী), শিবব্রত চক্রবর্তী (আওয়ামীলীগ-বিদ্রোহী), আব্দুস সালাম তরফদার (বিএনপি), আনোয়ার মাসুক (স্বতন্ত্র)।

কামারচাক ইউনিয়নে নজমুল হক সেলিম (আওয়ামীলীগ), মোঃ আতাউর রহমান সোহেল (আওয়ামীলীগ-বিদ্রোহী) আতাউর রহমান (বিএনপি)।

মনসুরনগর ইউনিয়নে মিলন বখত (আওয়ামীলীগ) সাবেক চেয়ারম্যান ছাদিকুর রহমান (আওয়ামীলীগ-বিদ্রোহী), আলী আহমদ আখন্দ রুমেল (বিএনপি)।