শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

কুলাউড়ায় ৬ ইউনিয়নে ৩৯ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন জমা



কুলাউড়া প্রতিনিধি :

 

কুলাউড়া উপজেলায় ৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬টি ইউনিয়নে আগামী ৭ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। ৭ এপ্রিল বৃহস্পতিবার মনোনয়ন জমাদানের শেষ দিনে মোট ৩৯ প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়পত্র জমা দিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগ বিদ্রোহী ৫ জন ও বিএনপি বিদ্রোহী ২ জন। নির্বাচন অফিস সুত্র জানায়, ভাটেরা ইউনিয়নে নজরুল ইসলাম (আওয়ামী লীগ), হাজী কমর (আওয়ামী লীগ বিদ্রোহী), হাজী সিরাজ মিয়া (বিএনপি), কামাল খান (জাসদ) আকমল হোসেন তালুকদার (জাতীয় পার্র্টি), মৌলানা শেখ সাইফুল আলম সিদ্দিকী (স্বতন্ত্র), আজিজ আহমদ (স্বতন্ত্র), সিপার আহমদ (স্বতন্ত্র)।

টিলাগাও ইউনিয়নে মোঃ আব্দুল মালিক (আওয়ামীলীগ), সাবেক চেয়ারম্যান আব্দুল মালিক (আওয়ামীলীগ বিদ্রোহী), মিজানুর রহমান মসাহিদ (বিএনপি), সৈয়দ গোলাম রহমান আজমল (বিএনপি বিদ্রোহী), সেলিম উদ্দিন তালুকদার (জাতীয় পার্টি), জ্ঞান শংকর গৌড় (জাসদ), ডা. কেরামত আলী (স্বতন্ত্র) পৃথিমপাশা ইউনিয়নে অধ্যক্ষ আব্দুল মান্নান (আওয়ামী লীগ), জুবের আহমদ (আওয়ামী লীগ বিদ্রোহী), নবাব আলী তাকি খান (বিএনপি), ছয়ফুল হোসেন (জাতীয় পার্টি), মোঃ আব্দুল লতিফ (স্বতন্ত্র), নওয়াব আলী বাখর খান (স্বতন্ত্র), আশরাফ আলী চিনু (স্বতন্ত্র), জমিউর রহমান চৌধুরী (স্বতন্ত্র)।

কর্মধা ইউনিয়নে এম এ রহমান আতিক (আওয়ামীলীগ), মুহিবুল ইসলাম আজাদ (আওয়ামীলীগ বিদ্রোহী), আব্দুস সালাম (বিএনপি) আব্দুস সহিদ বাবুল (বিএনপি বিদ্রোহী), সোজাগ মিয়া (জাতীয় পার্টি)।

হাজীপুর ইউনিয়নে ওয়াদুদ বখস (আওয়ামীলীগ), মোঃ মাহমুদ আলী (বিএনপি), কয়ছর মিয়া (জাতীয়পার্টি), মোঃ আব্দুল বাছিত বাচ্চু (স্বতন্ত্র), মোঃ নাজিম উদ্দিন (স্বতন্ত্র), মোঃ মাহমুদ আলী (স্বতন্ত্র)।

শরীফপুর ইউনিয়নে তোফাজ্জল হোসেন চিনু মিয়া (আওয়ামীলীগ) অনিল বারইক (আওয়ামীলীগ বিদ্রোহী), মোঃ জুনাব আলী (্িবএনপি), আব্দুল আহাদ (স্বতন্ত্র), খলিলুর রহমান (স্বতন্ত্র), মোঃ তাজুল ইসলাম (স্বতন্ত্র)।