শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

ইউপি নির্বাচন জুড়ী উপজেলা : ৫টি ইউনিয়নে যারা নির্বাচিত হলেন যারা–



জুড়ী প্রতিনিধিঃ

Juri-

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৫টি ইউনিয়নে বেসরকারিভাবে ইউপি চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদে বিএনপি প্রার্থী হাজী মাছুম রেজা (ধানের শীষ) প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৪৮৮ ভোট। তারঁ নিকটতম স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোছলেহ উদ্দিন ( আনারস) প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৫৬৭ ভোট। প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম অফিকুল (চশমা) প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৪২৫ ভোট। আওয়ামীলীগের বর্তমান চেয়াম্যান নজমুল ইসলাম মাস্টার (নৌকা) প্রতীকে পেয়েছেন ১ হাজার ২২২ ভোট। আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী জাকির হোসেন কালা (ঘোড়া) প্রতীকে পেয়েছেন ৮৫৫ ভোট। স্বতন্ত্র প্রার্থী আব্দুল হাকিম (মোটর সাইকেল) প্রতীকে পেয়েছেন ১শ ৭ ভোট ও জাতীয় পাটির আছলাম মিয়া ( লাঙ্গল) প্রতীকে পেয়েছেন ৬৫ ভোট।

পশ্চিম জুড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগের শ্রীকান্ত দাস (নৌকা) প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৭২ ভোট। তাঁর নিকটতম বিএনপি প্রার্থী হাজী হেলাল উদ্দিন (ধানের শীষ) প্রতীকে পেয়েছেন ২ হাজার ৩৪৭ ভোট ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আনফর আলী (ঘোড়া) প্রতীকে পেয়েছেন ২ হাজার ২৭৫ ভোট।

পূর্বজুড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগের সালেহ উদ্দিন আহমেদ (নৌকা) প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৬৭৭ ভোট। তাঁর নিকটতম আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মঈনুল ইসলাম মইন (ঘোড়া) ৩ হাজার ৯২৮ ভোট ও বিএনপি প্রার্থী মতিউর রহমান চুনু (ধানের শীষ) প্রতীকে ২২৩ ভোট।

গোয়ালবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগের আলহাজ্ব শাহাব উদ্দিন আহমদ লেমন (নৌকা) প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৮৩৪ ভোট। তাঁর নিকটতম বিএনপি প্রার্থী মোস্তাক খান (ধানের শীষ) প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৩৪৬ ভোট। প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জমির উদ্দিন আহমদ (আনারস) প্রতীকে পেয়েছেন ১শ ৯ ভোট। স্বতন্ত্র প্রার্থী মারুফ খান ( ঘোড়া) প্রতীকে পেয়েছেন ২৪ ভোট।

সাগরনাল ইউনিয়নের চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী এমদাদুল ইসলাম চৌধুরী লিয়াকত (ধানের শীষ) প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৬৫২ ভোট। তাঁর নিকটতম আওয়ামীলীগ প্রার্থী আমিনুল ইসলাম চৌধুরী খুখু ( নৌকা) প্রতীকে পেয়েছেন ২ হাজার ৫১৫ ভোট। স্বতন্ত্র প্রার্থী আব্দুল হান্নান চৌধুরী (আনারস) প্রতীকে ৩ হাজার ৪২ ভোট। আরেক স্বতন্ত্র প্রার্থী লফিত আহমদ (ঘোড়া) প্রতীকে পেয়েছেন ১ হাজার ৬০ ভোট।