বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

যুক্তরাষ্ট্রে সংঘর্ষে ট্রাম্পের র‌্যালি বাতিল



6_73491
বিশ্ববিচিত্রা ডেস্ক :
শুক্রবার যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প  শিকাগোতে তার নির্ধারিত নির্বাচনী র‌্যালিটি নিরাপত্তাজনিত কারণে বাতিল করে দিয়েছেন। নিজের সমর্থক ও বিরোধী আন্দোলনকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের পর ট্রাম্প নিজেই এটি বাতিলের ঘোষণা দেন বলে বিবিসি ও রয়টার্স জানিয়েছে। ট্রাম্পের প্রচারাভিযানের সঙ্গে সম্পৃক্তরা বলছেন, স্থানীয় পুলিশের সঙ্গে বৈঠকের পর স্বয়ং ট্রাম্পই নির্ধারিত ওই র‌্যালি বাতিল করে দিয়েছেন। শিকাগো অঙ্গরাজ্যের ইলিনস বিশ্ববিদ্যালয়ে ওই র‌্যালি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট প্রার্থিতার দৌড়ে এগিয়ে থাকা ট্রাম্প সভাস্থলে পৌঁছানোর আগেই শত শত বিক্ষোভকারী সেখানে জড়ো হয় এবং তার বিরুদ্ধে শ্লোগান দিতে থাকে। এসময় অডিটরিয়ামের ভিতরেও তার সমর্থক ও বিরোধিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ট্রাম্পের সমর্থকরা নেতার পক্ষে সেøাগান দিলেও বিরোধিরা তার বিপক্ষে সেøাগান দিতে থাকে। এসময় কয়েকজন বিক্ষোভকারীকে ডেমোক্রেট দলের বার্নি স্যান্ডার্সের পক্ষেও সেøাগান দিতে দেখা যায়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে হাতিহাতি শুরু হয়। তার সমর্থকরা বিরোধিদের পতাকা ছিঁড়ে ফেলে। একজনকে তো মঞ্চ থেকেও ধাক্কা দিয়ে নামিয়ে দেয়া হয়। তখন অডিটরিয়ামের বাইরেও পুরোদমে বিশৃঙ্খলতায় লিপ্ত বিপুল জনতা। এ সময় পুলিশ তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা চালাতে থাকে বলে বিবিসি জানিয়েছে। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে সভা থেকে বের করে দেয় নিরাপত্তা কর্মীরা। ট্রাম্পের সভায় এ ধরনের বিশৃঙ্খলা বা বিক্ষোভ কোনো নতুন ঘটনা নয়। এর আগে মিসৌরি অঙ্গরাজ্যে তার সেন্ট লুইসের সভা থেকে বিক্ষোভ করার অভিযোগে ৩২ জনকে আটক করেছিল পুলিশ। পরে এ নিয়ে পুলিশের সঙ্গে বৈঠক করার পর মঞ্চে ওঠে সভা বাতিলের ঘোষণা দেন স্বয়ং ট্রাম্প।