বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

আহত শঙ্খচিল এখন লাউয়াছড়ায়



Brahminy_Kite_Pic_01_142350535কমলকুঁড়ি রিপোর্ট।।

উদ্ধার হওয়া আহত শঙ্খচিলের (Brahminy Kite) ঠাঁই হয়েছে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বন্যপ্রাণী চিকিৎসা কেন্দ্রে।

রোববার (২০ মার্চ) সকালে শঙ্খচিলটিকে বনবিভাগের কাছে হস্তান্তর করেন লাউয়াছড়ার ট্যুরিস্ট গাইড আহাদ ও মামুন।

ট্যুরিস্ট গাইড আহাদ জানান, সকালে কমলগঞ্জ উপজেলার দক্ষিণ বালিগাঁও (বটতলা) এলাকার একটি মাঠে শঙ্খচিলকে নিয়ে শিশুরা খেলা করছিলো। এ সময় শঙ্খচিলকে উদ্ধার করে লাউয়াছড়া বিট কর্মকর্তা রেজাউল করিমের পরামর্শে বনকর্মী জুলহাসের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে শঙ্খচিলটি লাউয়াছড়া উদ্যানের জানকিছড়া বন্যপ্রাণী চিকিৎসা কেন্দ্রে রাখা হয়েছে বলে জানান তিনি।