শনিবার, ২০ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

ভাষা দিবস উপলক্ষে- আদমপুরে মণিপুরী থিয়েটারের ধ্বনি মঙ্গল সন্ধ্যা



images
আদমপুর প্রতিনিধি ॥
মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী থিয়েটার ধ্বনি মঙ্গল সন্ধ্যা পরিবেশন করে। গত সোমবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে সাতটায় আদমপুর ঘোড়ামারা গ্রামে মণিপুরী নটমন্ডপে ধ্বনি মঙ্গল সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
সোমবার রাত সাড়ে সাতটায় মনিপুরী থিয়েটারের কর্ণদার সুভাশীস সমিরের সঞ্চালনায় ভাষা দিবেস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠান শুরু হলে আলোচনা পর্বে বিভিন্ন জাতি সত্তার মাতৃভাষার উপর তাৎপর্যপূর্ণ আলোচনা করেন বিশিষ্ট লেখক, সাহিত্যিক ও গবেষক আহমদ সিরাজ। তাছাড়া ভাষা দিবসের উপর শুভেচ্ছা বক্তব্য রাখেন মণিপুরী আদিবাসী ফোরামের সাধরন সম্পাদক সমরজীৎ সিংহ ও আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাব্বির আহমদ ভূঁইয়া।
ধ্বনি মঙ্গল সন্ধ্যায় মণিপুরী পরিবেশন করে শিল্পীরা। তাছাড়া মণিপুরী থিয়েটারের শিল্পী জ্যোতি সিনহার নির্দেশনায় থিয়েটার শিল্পীরা মহান গান আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গােনর সাথে জীবন্ত ভাষ্কর্য নির্মাণ করে। সব শেষে সুভাশীস সমীরের নির্দেশনায় মণিপুরী থিয়েটারের নবীন শিল্পীদের অংশ গ্রহনে বিষ্ণুপ্রিয়া মনিপুরী ভাষার নাটক “কালা চিং খেই” ( উসাকাল) মঞ্চস্থ হয়।    কমলগঞ্জের প্রত্যন্ত গ্রাম ঘোড়া মারায় রাত সাড়ে ১১টা পর্যন্ত শিশু, কিশোর ও নারীপুরুষ মঙ্গল সন্ধ্যা উপভোগ করেন।