মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

চাকুরী জাতীয়করণের দাবীতে – কমলগঞ্জে কমিউনিটি ক্লিনিকে কর্মবিরতি পালন



কমলকুঁড়ি রিপোর্ট :

images

চাকুরী জাতীয়করণের দাবীতে কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডাররা কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সারাদেশের ন্যায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার অর্ধদিবস কর্ম বিরতি পালন করছেন। বৃহস্পতিবার  (১৮ ফেব্রুয়ারী) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার ২৬ টি কমিউনিটি ক্লিনিকের ২৬ জন সিএইচসিপি স্ব স্ব প্রতিষ্ঠানে ৩ ঘন্টার কর্মবিরতি পালন করে। উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিক ঘুরে দেখা গেছে রোগীর দীর্ঘ লাইন থাকলেও সিএইচসিপিরা রোগী দেখছেন না।
বর্তমান সরকার কমিউনিটি ক্লিনিকগুলোকে কার্যকর করার জন্য আরসিএইচসিআইবি প্রজেক্ট চালু করে। এর আওতায় প্রায় ১৪ হাজার কমিউনিটি হেল্থ কেয়ার প্রভাইডার নিয়োগ দেয়। অদ্যাবদি হেল্থ প্রভাইডার কমিউনিটি ক্লিনিকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তারা হাড় ভাঙ্গা খাটুনি দিয়ে রোদ বৃষ্টি ও ঝড় উপক্ষো করে নিয়মিত গ্রামের মানুষদের স্বাস্থ্য সেবা দিচ্ছেন। সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় চাকুরী জাতীয়করণের আশ্বাস দিলেও এর কোন বাস্তবায়ন হয়নি। এ দাবীতেই চাকুরী জাতীয়করণের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষনে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে কমলগঞ্জেও তিন ঘন্টা কর্মবিরতি পালন করা হয়।