বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে ৩টি ইউনিয়নে অনগ্রসর ১৬টি শব্দকর পল্লীতে কম্বল বিতরণ



35
কমলকুঁড়ি রিপোর্ট :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নের অনগ্রসর ১৬টি শব্দকর পল্লীর অসহায় দরিদ্র শব্দকরদের মাঝে ৩৫০টি কম্বল বিতরণ করা হয়। সোমবার (১ ফেব্রুয়ারি) বেলা দুইটায় সরেজমিন মুন্সীবাজার, আলীনগর ও কমলগঞ্জ সদর ইউনিয়নের ১৬টি শব্দকর পল্লীতে এসব কম্বল বিতরণ করা হয়।
লেখক ও সমাজ সেবক আহমেদ সিরাজ জানান, অণগ্রসর শব্দকর সম্প্রদায়ের জীবন ব্যবস্থা দেখতে গত ১১ জানুয়ারী বাংলা একাডেমীর মহাপরিচালক অধ্যাপক শামছুজ্জামান খান মুন্সীবাজার ইউনিয়নের ধাতাইলগাঁও পরিদর্শণ করেছিলেন। সরেজমিন অসহায় ও দরিদ্র শব্দকরদের জীবন মাণ দেখে  তিনি ব্যতীত হয়ে ব্যক্তিগত উদ্যোগে ৩০০ কম্বল প্রেরণ করেন। সোমবার এসব কম্বল মুন্সীবাজার ইউনিয়নের মইডাইল গ্রামে তিনটি ইউনিয়নের ১৬টি শব্দরকর পল্লীর শব্দকর সম্প্রদায়ের লোকজনের মাঝে বিতরণ করা হয়। কোন প্রকার আনুষ্ঠানকিতা ছাড়াই লেখক ও সমাজ সেবক আহমদ সিরাজ ও সংস্কৃতি কর্মী মাহফুজুর রহমান এসব কম্বল বিতরণ করেন।