শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

ভানুগাছ রেল-ষ্টেশনে ডেমু ট্রেন সাড়ে ৭ ঘণ্টা ।। চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা মাষ্টরের অফিস ঘেরাও



কমলকুঁড়ি রিপোর্ট ।।
12524208_957296841031914_499410932075697831_nমৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার গত ১৩ জানুয়ারী বুধবার ভানুগাছ রেল স্টেশনে সিলেট থেকে আখাউড়াগামী ডেমু ট্রেন সাড়ে ৭ ঘণ্টা আটকে পড়ায় বিড়ম্বনায় পড়ে উত্তেজিত হয়ে ষ্টেশন মাষ্টারের অফিস ঘেরাও করে মারমুখী আচরণ করে যাত্রীরা।
জানা গেছে- ভানুগাছ রেলওয়ে ষ্টেশনে ডেমু ট্রেন সকাল ৯ টা ৩৫ মিনিটে আসলে যাত্রীরা যথারীতি গাড়িতে উঠে বসে পরে একটি মালবাহী গাড়ি সকাল ১০ টায় শ্রীমঙ্গলের উদ্দ্যেশে ভানুগাছ ষ্টেশন ছেড়ে গেলে পাহাড়ে আটকা পড়ে। পরর্বিতে শ্রীমঙ্গল থেকে জালালাবাদ ট্রেনের ইঞ্জিন এসে ১১ টা ২৬ মিনিটে লাইন ক্লিয়ার করে । কিন্তু লাইন ক্লিয়ার হওয়ার পরও ডেমু ট্রেনটি না ছেড়ে আন্তঃনগর কালনী ট্রেনটি সিলেট থেকে ঢাকাগামী. পাহাড়িকা- সিলেট থেকে চট্রগ্রামগামী. জয়ন্তিকা- সিলেট থেকে ঢাকা গামী পারাবত- ঢাকা থেকে সিলেট গামী. পাহাড়িকা- চট্রগ্রাম থেকে সিলেট গামী ট্রেন যাওয়ার পর বিকাল ৫ টা ২ মিনিটে ভানুগাছ ষ্টেশন থেকে ছাড়ায় সাড়ে ৭ ঘন্টা যাত্রীরা চরম বিড়ম্ব^নার শিকার হয়।179716_957296721031926_6193696883379116349_n
যাত্রী কামাল হোসেন বলেন- ভানুগাছ থেকে শায়েস্তাগঞ্জ যাবার টিকেট ক্রয় করে পকেটে ১০ টাকা ছিল। তাও চা খাওয়ার পর শেষ। আমরা বিলম্ব দেখে জয়ন্তীকা ট্রেনে যেতে চেয়েছিলাম মাষ্টার কন্টলের সাথে আলাপ করে বলেন পাহাড়িকা যাওয়ার পর ছেড়েদেবে। ইচ্ছাকরে কন্ট্রোল আমাদের কষ্ট দিয়েছে।
যাত্রী আমিনা বেগম বলেন – আমার ছোট বোনের শশুড় মারা গেছে. কিন্তু যথা সময়ে ট্রেন না ছাড়ার কারনে আমি বোনের শশুড়কে দেখতে পারিনি । আমরা বিলম্ব দেখে অন্য গাড়িতে যাবার কথা মাষ্টারকে বললেও ট্রেন ছেড়ে দে বে বলে মাষ্টারের কথা শুনে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেল ।
এব্যাপারে ভানুগাছ ষ্টেশন মাষ্টার মোঃ রুস্তম আলী ফকির বলেন – সকাল ৯ টা ৩৫ মিনিটে ডেমু ট্রেন ভানুগাছ আসার পর মালবাহী ট্রেন ভানুগাছ ছেড়েগিয়ে পাহাড়ে আটকে পড়ায় ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে। তাই ডেমু ট্রেনটি বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ক্রসিংগের কারনে বিকাল ৫ টা ২ মিনিটে ষ্টেশন ত্যাগ করে।