শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

প্রধান বিচারপতির আশ্বাস : সিলেটের আদালতে শিগগির ডিজিটাল সার্ভিস চালু করা হবে



কমলকুঁড়ি রিপোর্ট :
Ienjibi-Somiti-Pic-22.01.16-520x350সিলেটের আদালতে শিগগির ডিজিটাল সার্ভিস চালুর আশ্বাস দিলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। একই সাথে আদালতের এজলাস সংকট নিরসনেরও আশ্বাস দেন তিনি।

শুক্রবার সকালে সিলেট সার্কিট হাউসে প্রধান বিচারপতিরর সাথে দেখা করেন সিলেট জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। তাদের সাথে আলাপচারিতায় প্রধান বিচারপতি এ আশ্বাস দেন।

প্রধান বিচারপতিকে সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এ.কে.এম শমিউল আলম ও সাধারণ সম্পাদক এডভোকেট শাহ আশরাফুল ইসলামের নেতৃত্বে কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় প্রধান বিচারপতি সমিতির নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান।

এ সময় সমিতির নবনির্বাচিত সহ-সভাপতি (১) অশেষ কর, সহ-সভাপতি (২) ওলিউল্লাহ মারুফ, লাইব্রেরী সম্পাদক বদরুল ইসলাম জাহাঙ্গীর, সমাজ বিষয়ক সম্পাদক আজাদ আহমদ, নির্বাচন কর্মকর্তা কামরুজ্জামান, সহ-সম্পাদক এডভোকেট উবায়দুর রহমান ফাহমি, এডভোকেট জয়নুল হোসেন রুবেল, সদস্য আজিজুর রহমান, মনির উদ্দিন, জেবুন্নাহার সেলিম, দিলিপ কুমার দাস চৌধুরী, মোঃ ওবায়দুর রহমান, মোঃ এখলাছুর রহমান, মোঃ আলিম উদ্দিন, জ্যোর্তিময় পুরকায়স্থ কাঞ্চন, শামীম আহমদ সিদ্দিকী, সুজিত কুমার বৈদ্য, আক্তার উদ্দিন আহমদ টিটু। এছাড়াও সুপ্রীম কোর্টের প্রধান রেজিস্ট্রার সৈয়দ আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। সিলেটের জেলা ও দায়রা জজ মনির আহমদ পাটোয়ারী, মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা সহ অন্যান্য বিচারকবৃন্দ, জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও এ সময় সার্কিট হাউসে উপস্থিত ছিলেন।