শনিবার, ২০ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

পতনঊষারের ঐতিহ্যবাহী শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন || সভাপতি মোঃ মাসুক আহমদ, সম্পাদক আবুল বশর জিল্লুল নির্বাচিত



কমলকুঁড়ি রিপোর্ট ॥
1মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের ঐতিহ্যবাহী শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটি, জনপ্রতিনিধি, সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে গ্রহণযোগ্যপূর্ণ উৎসব মুখর পরিবেশে এ নির্বাচন হয়। ২৩ জানুয়ারী শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ব্যবসায়ী ও মালিক মিলে ৫৩৬ জন ভোটারদের মধ্যে ৪৭৪টি ভোট কাটিং হয়। প্রিজাইটিং অফিসার হিসাবে নির্বাচনে দায়িত্ব পালন করেন কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম।

নির্বাচনে ৩টি পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। সভাপতি পদে ৩ জন, সম্পাদত পদে ২ জন ও সদস্য পদে ১৩ জন প্রার্থী। সদস্য ১৩ জনের মধ্যে ৯ জন নির্বাচিত হন। নির্বাচিত সদস্যদের নবনির্বাচিত কমিটি অন্যান্য পদ দেবে।
54111111
নির্বাচনে সভাপতি পদে মোঃ মাসুক আহমদ (চেয়ার মার্কা) ২৫০ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি মোঃ আবু বক্কর বাক্কা (চাকা) ১২৩ ভোট ও মোঃ মুহিবুর রহমান (আনারস) ৯৯ ভোট পান।

সাধারণ সম্পাদক পদে আবুল বশর জিল্লুল (ছাতা) ২৯২ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্ধি টিপু সুলতান চৌধুরী (মোমবাতি) ১৭২ ভোট পান

878সদস্য পদে মোঃ আরব আলী  (দোয়াত কলম) ৩০৫ ভোট, অজিত দত্ত (কাপ পিরিচ) ২৮৯, মোঃ সায়েদ আহমদ (কলস) ২৭৫ ভোট, মোঃ মনোয়ার মিয়া (চশমা) ২৫১ ভোট, মোঃ সমছুছ মিয়া (সিলিং ফ্যান) ২৪৪ ভোট, মোঃ মবশ্বির আলী (মই) ২৩১ ভোট, মোঃ মোখলেছুর রহমান (মোরগ) ২২৯ ভোট, হাজী মোঃ আবুল তালেব (মাছ) ২২৪ ভোট, মোঃ আব্দুর রহমান জাহিদ (আম) ২০১ ভোট পেয়ে নির্বাচিত হন।
নিকটতম প্রতিদ্বন্ধি মোঃ রইছ উল্ল্যাহ  (টেবিল) ১৮০ ভোট, মোঃ সাইফুর রহমান (বাইসাইকেল) ১০২ ভোট, মোঃ তেরা মিয়া (তালাচাবি) ৭৮ ভোট ও মোঃ ফারুক মিয়া (রিক্সা) ৬৮ ভোট পান।

নির্বাচনে পতনঊষার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরী, ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, ইউপি সদস্য নারায়ন মল্লিক সাগর, বাজারের সাবেক সভাপতি অলি আহমদ খান, সাংবাদিক পিন্টু দেবনাথ, মিজানুর রহমান মিষ্টারসহ ইউপি সদস্যবৃন্দ, আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যবৃন্দ সার্বক্ষনিক নির্বাচন পর্যবেক্ষণ করেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন সিকান্দর আলী, সহকারি নির্বাচন কমিশনার নিরঞ্জন দেবনাথ, সদস্য মোঃ শওকত আহমদ, মোঃ টিপুল আলী, মোঃ মুহিবুর রহমান।